Murshidabad News: গরু পাচারে উত্তপ্ত মুর্শিদাবাদ সীমান্ত! ধৃত এক
- Published by:Uddalak B
Last Updated:
এই মুহূর্তে গরু পাচার নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতি মধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে হেফাজতে নিয়েছে সিবিআই। এরই মধ্যে গরু পাচার কান্ডে অভিযান চালিয়ে বিএসএফ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।
#মুর্শিদাবাদঃ এই মূহুর্তে গরু পাচার নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতি মধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে হেফাজতে নিয়েছে সিবিআই। এরই মধ্যে গরু পাচার কান্ডে অভিযান চালিয়ে বিএসএফ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদ জেলা সামশেরগঞ্জের নিমতিতা থেকে জলঙ্গী, এমনকি লালগোলা থানা এলাকা মুলত সীমান্তবর্তী ব্লক। এই সীমান্তবর্তী এলাকা দিয়েই রাতের অন্ধকারে পাচারের মতো বেআইনি কাজ করে থাকে দুস্কৃতীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ১১৫নং ব্যাটেলিয়ান নিমতিতার সীমান্তবর্তী অঞ্চল থেকে ওই গরু পাচারকারীকে গ্রেফতার করে। আজ তাকে সামশেরগঞ্জ পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ধৃত গরু পাচারকারীর নাম সালিক সেখ, বয়স ২৯ বছর। তার বাড়ি সামশেগঞ্জের নিমতিতা অঞ্চলে। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: অনুব্রতর ২ রাইসমিলের বিরুদ্ধে শুরু হয় CID তদন্ত, রহস্যজনকভাবে বন্ধও হয়ে যায়! চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
মুর্শিদাবাদ ও মালদা জেলা দিয়ে গরু পাচার হয়ে থাকে। মুলত বীরভূম জেলাকে গরু পাচারের করিডর বলা হয়। বীরভূম থেকে গরু নিয়ে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী নদী পেরিয়ে তা বাংলাদেশে পাচার করা হয় থাকে। বর্ষার সময়ে গরু পাচার করে দুস্কৃতীরা। গত ১০ই আগষ্ট চারজন বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করে বিএসএফ। বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়ান এদের নিমতিতার সীমান্তবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করে। সেই দিনও ধৃতদের সামশেরগঞ্জ পুলিসের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ’এর পক্ষ থেকে। ধৃত চার বাংলাদেশীর নাম নাইম সেখ, রবিউল আলি, রহমান ও সোহেল সেখ। এদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
August 20, 2022 12:55 PM IST

