Murshidabad News: মুর্শিদাবাদে বোমার নাগাল থেকে রেহাই পাচ্ছে না বাড়ির মহিলা ও শিশুরাও! ভয়ঙ্কর ঘটনা জেলায়

Last Updated:

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল লালগোলা। বোমার আঘাতে জখম বধূ ও তাঁর শিশু কন্যা

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে এ কী কাণ্ড মুর্শিদাবাদে! সাতসকালে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়লেন লালগোলার বাসিন্দারা। তবে কি গ্রামের ভোট যতক্ষণ না মিটছে ততক্ষণ শান্তি ফিরবে না এই জেলায়? সোমবার সকালে মতিফুল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তাতে আহত হল মতিফুল শেখের স্ত্রী ও সন্তান। লালগোলা থানার অন্তর্গত মোয়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত হন ফুলসোরা বিবি (৩৫) ও তাঁর বছর চারেকের সন্তান।
জানা গিয়েছে, মতিফুল শেখের বাড়ির উঠোনে সকেট বোম মজুত করা ছিল। সোমবার সকালে তাঁর স্ত্রী ঝাঁট দেওয়ার সময় কোনভাবে একটি সকেট বোমা ফেটে যায়। আর তাতেই ফুলসোরা বিবি ও তাঁর চার বছরের মেয়ে গুরুতর জখম হয়। দু'জনকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। এই ঘটনার খবর পেয়েই মতিফুল শেখের বাড়িতে গিয়ে হাজির হয় লালগোলা থানার পুলিশ।
advertisement
advertisement
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে। এমনকি বোমা-গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। এরই মধ্যে বাড়িতে রাখা সকেট বোমা ফেটে বধু ও তাঁর শিশু কন্যার আহত হওয়ার ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িতে কোথা থেকে বোমা এল এবং তা কীভাবে ফাটল তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে বোমার নাগাল থেকে রেহাই পাচ্ছে না বাড়ির মহিলা ও শিশুরাও! ভয়ঙ্কর ঘটনা জেলায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement