মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে এ কী কাণ্ড মুর্শিদাবাদে! সাতসকালে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়লেন লালগোলার বাসিন্দারা। তবে কি গ্রামের ভোট যতক্ষণ না মিটছে ততক্ষণ শান্তি ফিরবে না এই জেলায়? সোমবার সকালে মতিফুল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তাতে আহত হল মতিফুল শেখের স্ত্রী ও সন্তান। লালগোলা থানার অন্তর্গত মোয়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত হন ফুলসোরা বিবি (৩৫) ও তাঁর বছর চারেকের সন্তান।
জানা গিয়েছে, মতিফুল শেখের বাড়ির উঠোনে সকেট বোম মজুত করা ছিল। সোমবার সকালে তাঁর স্ত্রী ঝাঁট দেওয়ার সময় কোনভাবে একটি সকেট বোমা ফেটে যায়। আর তাতেই ফুলসোরা বিবি ও তাঁর চার বছরের মেয়ে গুরুতর জখম হয়। দু'জনকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। এই ঘটনার খবর পেয়েই মতিফুল শেখের বাড়িতে গিয়ে হাজির হয় লালগোলা থানার পুলিশ।
আরও পড়ুন: দুই বাংলায় সাম্প্রদায়িক হানাহানি রুখতে আন্তর্জাতিক মঞ্চ গড়ার ডাক বাউল ফকিরদের
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে। এমনকি বোমা-গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। এরই মধ্যে বাড়িতে রাখা সকেট বোমা ফেটে বধু ও তাঁর শিশু কন্যার আহত হওয়ার ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িতে কোথা থেকে বোমা এল এবং তা কীভাবে ফাটল তদন্ত করে দেখছে পুলিশ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।