Murshidabad News: উদ্ধার ১ লক্ষ ৩ হাজার টাকা! কিন্তু আসল নয় সবই নকল, তারপর পুলিশ যা করল...
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মুর্শিদাবাদ জেলার সুতিতে জাল নোট পাচার চক্রের হদিশ পেল সুতি থানার পুলিশ। হাত বদলের আগেই জাল নোট-সহ গ্রেফতার করা হল একজনকে।
মুর্শিদাবাদঃ জাল নোট রুখতে ২০১৬ সালের নভেম্বরে নোট বন্দি করা হয়। সম্প্রতি বর্তমানে দুই হাজার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও জাল নোটের রমরমা কারবার চলেই আসছে। মুর্শিদাবাদ জেলার সুতিতে জাল নোট পাচার চক্রের হদিশ পেল সুতি থানার পুলিশ। হাত বদলের আগেই জাল নোট সহ গ্রেফতার করা হল একজনকে। লক্ষীপুর হাট থেকে উদ্ধার করা হয়েছে ১লক্ষ ৩হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচুর পরিমাণে জাল নোট-সহ গ্রেফতার ১ এক জালনোট কারবারীকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের সুতি থানা আই সি প্রশুন মিত্রের নেতৃত্ব গভীর রাতে হানা দিয়ে প্রায় এক লক্ষ টাকার জাল নোট সহ ১ জালনোট কারবারীকে গ্রেফতার করে। হাত বদলের জন্য জালনোট গুলো সুতি থানা এলাকায় নিয়ে এসেছিল ধৃত কারবারী। সেই সময়ে গোপন সূত্রে খবর আসে সুতির আইসি প্রশুন মিত্রের কাছে। খবর পেয়ে হানা দিয়ে, মহঃ বাবু খাঁন ওরফে খাঁন কে গ্রেফতার করতেই তার কাছ থেকে বেড়িয়ে আসে বান্ডিল বান্ডিল জাল নোট।
advertisement
advertisement
পুলিশ সূত্র জানা যাচ্ছে, ধৃতের নাম মোহাম্মদ বাবু উরফে খাঁন৷ তার বাড়ি সুতির লক্ষীপুর গ্রামে। ধৃত জালনোট কারবারীকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে৷ পুলিশের প্রাথমিক অনুমান, লক্ষীপুর হাটে যেহেতু অনেক টাকা লেনদেন করা হয়, সেটাকে কাজে লাগিয়ে এই জাল নোট হাত বদল করা হতো ৷ তবে সেই হাত বদলের আগেই গ্রেফতার করা হয় একজনকে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 4:50 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: উদ্ধার ১ লক্ষ ৩ হাজার টাকা! কিন্তু আসল নয় সবই নকল, তারপর পুলিশ যা করল...