Coromandel Express Accident|| Murshidabad News: দেখা হয়নি দাদার সঙ্গে, এখন কোথায় করমণ্ডলের যাত্রী দশম শ্রেণির ছাত্র বাদশা?

Last Updated:

দাদার কাছে যাওয়া তো হলই না, বর্তমানে নিখোঁজ সে। পরিবারের সদস্যরা যখন জানতে পারে রেল দুর্ঘটনার কথা তখন থেকেই ফোন করলেও আর ফোনে পাওয়া যায়নি কিশোর কে।

+
দেখা

দেখা হয়নি দাদার সঙ্গে, এখন কোথায় করমণ্ডলের যাত্রী দশম শ্রেণির ছাত্র বাদশা?

মুর্শিদাবাদঃ দাদা থাকেন দক্ষিণ ভারতে। সেখানেই দাদার সঙ্গে দেখা করার জন্য ভ্রমণে যাচ্ছিল সুতির সাহাজাদপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র হারুণ বাদশা। সেই মতো মেসোর সঙ্গে শুক্রবার ভোর পাঁচটায় বাড়ি থেকে বের হয় এই কিশোর। তারপর শালিমার থেকে করমন্ডল এক্সপ্রেসে চেপে দাদার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথেই ঘটে গেল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা।
দাদার কাছে যাওয়া তো হলই না, বর্তমানে নিখোঁজ সে। পরিবারের সদস্যরা যখন জানতে পারে রেল দুর্ঘটনার কথা তখন থেকেই ফোন করলেও আর ফোনে পাওয়া যায়নি কিশোরকে। বারবার ফোনের রিং বেজে গেলেও তা কেউ তুলছে না। আর তারপরেই বাড়িতে নেমে আসে কান্নার রোল। বর্তমানে পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন বালেশ্বরের উদ্দেশে। যদি তাদের হারুন বাদশাকে খুঁজে পাওয়া যায় সেই আশায়।
advertisement
advertisement
সূত্রের খবর, ট্রেন দুর্ঘটনার সময় বাথরুমে ঢুকেছিল সেই কিশোর। তারপর আর বাথরুম থেকে বের হল না সে। মিলছেও না খোঁজ। এখন কি অবস্থায়  হারুন? উৎকণ্ঠার মধ্য দিয়েই দিন কাটাচ্ছে পরিবার। তবে ঐ ট্রেনেই ছিলেন তার মেসোমশাই। তিনি বর্তমানে সুস্থ আছেন বলেই জানিয়েছেন পরিবারকে।
মা আসিয়া বিবি বলেন, ছেলের ফোন বাজছে, অনরগল রিং বেজে গেলেও কিন্তু ফোন ধরছে না কেউ। সুতির সাহাজাদপুর এলাকার এই কিশোর, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার শিকার এবং সে বর্তমানে নিখোঁজ তিনি। তাঁকে দেখার জন্য উৎকণ্ঠায় পরিবার। এখনও মেলেনি কোনও খোঁজ। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। সুতির এই কিশোরের বাড়িতে ভিড় করেছেন স্থানীয়রা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Coromandel Express Accident|| Murshidabad News: দেখা হয়নি দাদার সঙ্গে, এখন কোথায় করমণ্ডলের যাত্রী দশম শ্রেণির ছাত্র বাদশা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement