Manoj Tiwary | Arijit Singh: অরিজিতের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি! একসঙ্গে জিয়াগঞ্জে দুই বন্ধু!

Last Updated:

Manoj Tiwary | Arijit Singh: জিয়াগঞ্জে এক সঙ্গে ঘুরে বেড়ালেন দুই বন্ধু। অরিজিতের সঙ্গে কী যোগ রয়েছে মনোজ তিওয়ারির? জানুন

দুই বন্ধু অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারি
দুই বন্ধু অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারি
মুর্শিদাবাদঃ একজন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভুমি পুত্র, আরেকজন ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী। দুইজনকে একসঙ্গে স্কুটিতে বসে আড্ডা দিতে দেখা গেল জিয়াগঞ্জ শহরে।মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে মাটির টানে পড়ে থাকেন বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সেই জিয়াগঞ্জ শহরকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন। জিয়াগঞ্জ শহরের ভেল্লাডাঙ্গায় একটি খেলার মাঠ তৈরি করতে চান সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সেই খেলার মাঠ পরিদর্শন করতে হঠাৎই মুর্শিদাবাদে আসলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।অরিজিৎ সিং এবং মন্ত্রী মনোজ তিওয়ারি দুই বন্ধু মিলে জিয়াগঞ্জ শহরের ভেল্লাডাঙ্গায় সেই খেলার মাঠ পরিদর্শন করেন। তারপরে তাঁরা দেবীপুর সংলগ্ন ভাগীরথীর তীরে বেড়াতে যান এবং ছবিও তোলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মন্ত্রী মনোজ তিওয়ারি। শুধু তাই নয়, নিজের স্কুটিতে বসিয়ে শহর ঘুরতে দেখা যায় অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারিকে। আর সেই ভিডিও ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
একদা গায়ক অরিজিৎ সিং জিয়াগঞ্জের জন্য তিনি একাধিক কর্মকাণ্ড করতে চান। উদ্যোগ গ্রহণ করেছেন আগেই। প্রিয় জায়গায় থাকলে তিনি সব থেকে ভাল থাকেন যেন। অরিজিৎ সিং এখন জিয়াগঞ্জেই।মনোজ তিওয়ারির সঙ্গে ছবিতে দেখা গেল গায়ককে। অরিজিৎ স্বভাবসিদ্ধ সাধারণ ভঙ্গিতে বসে। গায়ে হালকা সবুজ রঙের কুর্তা। যেখানে তিনি বসে রয়েছেন সেটা নদীর পাড়। পাশ দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, আশেপাশে গাছগাছালি। আর তাঁর পাশেবিশ বসে রয়েছে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
advertisement
advertisement
আসলে মনোজ তিওয়ারির পরিচয় বর্তমানে শুধু ক্রিকেটার হিসেবে নয়, তিনি এখন রাজ্যের শাসক দলের প্রতিনিধিও। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। ছবিতে দেখা গেল জিয়াগঞ্জে গঙ্গার পাড়ে বসে দু'জনে আড্ডা দিচ্ছেন। সুন্দর পোজ দিয়ে তুলেছেন ছবিও। জিয়াগঞ্জের রাস্তায় এখনও স্কুটার নিয়ে ঘুরে বেড়ান অরিজিৎ। ছেলেদের স্কুলে নিয়ে যান। বাজার করেন। আশেপাশের মানুষের কাছে এখনও তিনি ঘরের ছেলে। না কোনও নিরাপত্তারক্ষী তাঁকে ঘিরে থাকে, না থাকে কোনও বড় গাড়ির আতিশয্য। তিনি ঘরের ছেলে তা আবারও ছবিতে প্রমাণ পেল জিয়াগঞ্জ শহরবাসী।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Manoj Tiwary | Arijit Singh: অরিজিতের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি! একসঙ্গে জিয়াগঞ্জে দুই বন্ধু!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement