Maha Shivratri 2023: মহা শিবরাত্রির পুণ্যতিথিতে নতুন শিবলিঙ্গের প্রতিষ্ঠা, পুণ্যের আশায় জল ঢাললেন ভক্তরা

Last Updated:

শিবরাত্রী উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি নাচপুকুর ধারে শিবরাত্রি উপলক্ষ্যে নতুন শিব লিঙ্গ ও শিবের মুর্তির উদ্বোধন করা হল।

+
কান্দিতে

কান্দিতে উদ্বোধন হচ্ছে শিব মুর্তি ও শিবলিঙ্গ 

মুর্শিদাবাদ: শিবরাত্রি উপলক্ষ্যে শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি নাচপুকুর ধারে শিবলিঙ্গ ও শিবের মুর্তির প্রতিষ্ঠা করা হল । উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি পৌরসভার অন্যান্য পৌর সদস্যরা ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্যে দিয়েই এই শিবরাত্রি উপলক্ষ্যে শিবলিঙ্গ ও শিবের মূর্তির উদ্বোধন করা হয়। পাশাপাশি করা হল মহা মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ ।
advertisement
হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই শিবরাত্রির দিনেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন।
advertisement
শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তরা উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে  শিবের পুজো করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করে। মহা শিবরাত্রিকে শিবের সর্বশ্রেষ্ঠ রাত্রি’ নামেও পরিচিত। এই শুভ দিনে, ভক্তরা ভগবান শিবের উপাসনা করে এবং একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং মধ্যরাতে পুজো পালন করা হয়। ভক্তরাও মহাদেবের কাছে  প্রার্থনা করেন এবং তাঁর আশীর্বাদ চান। আর সেই পুণ্যের কথা মাথায় রেখেই মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি নাচপুকুর ধারে শিবলিঙ্গ ও শিবের মুর্তির প্রতিষ্ঠা করা হল ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Maha Shivratri 2023: মহা শিবরাত্রির পুণ্যতিথিতে নতুন শিবলিঙ্গের প্রতিষ্ঠা, পুণ্যের আশায় জল ঢাললেন ভক্তরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement