Murshidabad News: পুজোর আগেই হাতে পাট্টার কাগজ, উৎসবের মেজাজ হরিহরপাড়ায়!

Last Updated:

১৭৩ টি পরিবারের হাতে পাট্টার কাগজ তুলে দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫৩ জনকে ১০ ডেসিমেল করে কৃষি জমি ও বাকি ২০ জনকে ঘর করার জন্য ৩ ডেসিমেল জমি দেওয়া হয়েছে।

+
murshidabad

murshidabad

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকে ভূমিহীন পরিবার গুলির হাতে জমির পাট্টা তুলে দিল হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি। এই ব্লকের কন্যাশ্রী যোদ্ধা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। ১৭৩ টি পরিবারকে পাট্টার কাগজ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫৩ জনকে ১০ ডেসিমেল করে কৃষি জমি ও বাকি ২০ জনকে ঘর করার জন্য ৩ ডেসিমেল জমি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই পরিবারগুলি দীর্ঘদিন ধরেই সরকারি খাস জমিতে বসবাস করলেও জমির কোন কাগজ ছিল না, তাই সরকারের তরফে এই উদ্যোগ । এতদিন তাঁদের নামে কোনও জমি না থাকায় সরকারের আবাস যোজনা , গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা নিতে পারছিলেন না। এখন তাঁদের নামে জমি হয়ে যাওয়ায় সরকারি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাঁরা ঘরের ব্যবস্থা করতে পারবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক।
advertisement
advertisement
আগামী দিনে আরও বেশ কিছু পরিবারের হাতে জমির কাগজ তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সরকারী ভাবে এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস , হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ , হরিহরপাড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি সর্গিজা বেগম , হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক , ব্লক স্বাস্থ্য আধিকারিক মোঃ সাফি প্রমুখ। সরকারী ভাবে পাট্টা জমি পেয়ে খুশি প্রকাশ করেছেন চাষীরাও। সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুজোর আগেই হাতে পাট্টার কাগজ, উৎসবের মেজাজ হরিহরপাড়ায়!
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement