Murshidabad News: মুড়ি মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে মৃত শ্রমিক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বহরমপুরের মুড়ি মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের
মুর্শিদাবাদ: মুড়ি মিলের মেশিনে বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হল ওই মিলের এক শ্রমিকের। আরও একজন গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ঘটনাটি ঘটেছে বহরমপুরের বানজেটিয়াএলাকায়। মৃত যুবকের নাম উত্তম স্বর্নকার।
ওই মুড়ি মিলের অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, যেদিন সকালে মেশিন চলাকালীন হঠাৎই বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসেন মেশিন ঘরে। সেখানের মেঝেতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দুই শ্রমিককে। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় উত্তম স্বর্ণকারের। অপর আরেক আহত শ্রমিকের সেখানেই চিকিৎসা চলছে।
advertisement
advertisement
মৃত শ্রমিকের বাড়ি চুনাখালি এলাকায়। ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে দেহ পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের গোটা পরিবারজুড়ে। অন্যদিকে কীভাবে মুড়ি মিলের মেশিনে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে বহরমপুর থানা।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 3:04 PM IST