Murshidabad News: ওভারলোড পণ্যবাহী গাড়ি রুখতে এবার পথে নামলেন মহকুমা শাসক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার প্রশাসনিক বৈঠকে ওভারলোডিং বিরুদ্ধে সজাগ ও সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন আমলাদের। কিন্তু তার পরেও বালির ওভারলোডিং যেন বন্ধ হচ্ছে না।
#মুর্শিদাবাদঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার প্রশাসনিক বৈঠকে ওভারলোডিং বিরুদ্ধে সজাগ ও সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন আমলাদের। কিন্তু তার পরেও বালির ওভারলোডিং যেন বন্ধ হচ্ছে না। এবার ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে অভিযান চালালো মহকুমা শাসক। বড়ঞা থানার ময়ূরাক্ষী নদীতে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে সাতটি বালির ট্রাক্টর আটক করল কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা।
বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর এলাকার ময়ুরাক্ষী নদীর উপর অবস্থিত বিপ্লবী ননী সেতু পরিদর্শন করতে গিয়ে সেখান থেকেই সাতটি ওভারলোডিং বালির ট্রাক্টর আটক করে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা এবং সেই বালির ট্র্যাক্টর গুলি বুধবার সকালে কান্দি আরএমসি মাঠে নিয়ে এসে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে বালির ট্রাক্টর আটক করা হয়েছে সেগুলি সমস্তই ওভারলোডিং নিয়ে বালি নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
advertisement
ওভারলোডিং বিরুদ্ধেই এই অভিযান বলে জানান কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা। তবে ওভারলোডিং বালির গাড়ির বিরুদ্ধে আগামী দিনে অভিযান চলবে বলে জানান কান্দি মহকুমা শাসক। তবে সরকারী ভাব ওভারলোডিং বন্ধ হলেও বেআইনি ভাবে এই ওভারলডোডিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস বিজেপি। তবে ওভারলোডিং বিরুদ্ধে এই অভিযানে খুশি এলাকার বাসিন্দারা। ওভারলোডিং বন্ধ হলে এলাকার রাস্তা ভালো থাকবে বলেই দাবি বাসিন্দাদের।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
November 23, 2022 7:12 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ওভারলোড পণ্যবাহী গাড়ি রুখতে এবার পথে নামলেন মহকুমা শাসক
