Murshidabad News: বড়ঞার কল্যাণপুর ১ গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: পুরনো ভবনটিতে জায়গার অভাব দেখা দিয়েছিল। ভিড়ের কারণে সাধারণ মানুষ নাজেহাল হত। তাই বাসিন্দারা বড় পরিসরের দাবি জানাচ্ছিলেন।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত কুনিয়া গ্রামে কল্যাণপুর-১ গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন করা হল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত, বড়ঞা ব্লক বিডিও মনীশ নন্দী, কল্যানপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান টার্জেন সেখ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
১৭ লক্ষ টাকা ব্যায়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষকে জন পরিষেবা পৌঁছে দিতেই কল্যাণপুর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নতুন ভবন তৈরি করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সেই ভবন।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত কল্যাণপুর এক গ্রাম পঞ্চায়েত। ১৯৭৮ সালে তৈরি হওয়া এই গ্রাম পঞ্চায়েত বর্তমানে ভগ্নদশায় ছিল। পঞ্চদশ অর্থ কমিশনে নতুন করে পঞ্চায়েত ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগেই নতুন করে ভবন নির্মাণ করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্য।
advertisement
৮টি গ্রাম সংসদ এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে ও নানা কাজে এখানে আসেন। তার ফলে পুরনো ভবনটিতে জায়গার অভাব দেখা দিয়েছিল। ভিড়ের কারণে সাধারণ মানুষ নাজেহাল হত। তাই বাসিন্দারা বড় পরিসরের দাবি জানাচ্ছিলেন। পাশাপাশি জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সরকারি বিভিন্ন পরিষেবা নিতে আসা মানুষের সংখ্যাও বেড়েছে। আগের যে ভবনটি ছিল সেটি পুরনো হয়ে গিয়েছে। সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। ফলে নতুন একটি ভবন গড়ার দাবি উঠছিল। সবগুলি দিক বিবেচনা করে পঞ্চায়েত কর্তৃপক্ষ পুরাতন ভবনের পাশেই আরও একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এদিন সেই নতুন ভবনের উদ্বোধন হওয়ায় খুশি বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 2:03 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বড়ঞার কল্যাণপুর ১ গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন