Murshidabad Tribal village: খড়গ্রাম ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রামে জনসংযোগ প্রশাসনের
- Published by:Ankita Tripathi
Last Updated:
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত শিবপুর গ্রামে মূলত আদিবাসীদের বসবাস। গ্রামে সেই ভাবে উন্নয়ন হয়নি বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এবার সেই গ্রামে সরাসরি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, এমনকি ভ্রাম্যমাণ থানারও আয়োজন করা হল প্রশাসনের পক্ষ থেকে।
খড়গ্রামঃ মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত শিবপুর গ্রাম। বালিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবপুর গ্রামে মুলত আদিবাসী পরিবারের বসবাস। গ্রামে সেই ভাবে উন্নয়ন হয়নি বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এবার সেই গ্রামে সরাসরি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, এমনকি ভ্রাম্যমাণ থানারও আয়োজন করা হল প্রশাসনের পক্ষ থেকে।গ্রামবাসীদের সমস্ত অভাব অভিযোগ শোনা হল, আশ্বাস দেওয়া হল সমস্যা সমাধানের। প্রতিশ্রুতি দেওয়া হল কাজ করা হবে দ্রুত গতিতে।
অভিযোগ ছিল, গ্রামের অধিকাংশ মানুষের ছিল না রেশন কার্ড। এমনকি লক্ষীর ভান্ডার প্রকল্পে অনেকের নামও ওঠেনি। পাচ্ছিলেন না ঠিক মতো বিধবা ভাতা বা বার্ধক্য ভাতাও। মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দিতে গ্রামবাসীর নাগালে এবার ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। গ্রামবাসীদের সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে ,ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী রূপশ্রী, খাদ্য সাথী ও লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্প থেকে যাতে মানুষ উপকৃত হতে পারেন তার জন্য পরিষেবা দেওয়া হয় । উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক বিডিও বাপি ধর, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পুর্ত কমার্ধ্যক্ষ আবুল হাসনাত, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ। গ্রামের জনজাতি বাসিন্দারা এতদিন পরে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগে খুশি। খড়গ্রাম ব্লকের বিডিও বাপী ধর জানান, আমরা প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামে এসে শিবির করেছি। যাদের যা অভিযোগ ছিল তা শোনা হল। দ্রুত সব সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি, আজকে এখানে বেশ কিছু সরকারি পরিষেবার শংসাপত্র তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 02, 2022 4:00 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Tribal village: খড়গ্রাম ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রামে জনসংযোগ প্রশাসনের