Sawan Somvar: ‘এই’ মন্দিরের প্রসাদ খেলে সেরে যায় অনেক রোগ! শ্রাবণ মাসে বাবা-র মাথায় জল ঢালতে উপচে পড়া ভিড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Sawan Somvar: সোমবার সকাল থেকেই এই মন্দিরে ভিড় করেছিলেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। নিজের মনস্কামনা নিয়ে ভক্তরা সকাল থেকেই দুধ, গঙ্গাজল ঢালছেন শিবের মাথায়।
মুর্শিদাবাদ: শ্রাবণ মাসের সোমবার। মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শিব মন্দির রূপপুর রুদ্রদেব মন্দির। সোমবার সকাল থেকেই এই মন্দিরে ভিড় করেছিলেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। নিজের মনস্কামনা নিয়ে ভক্তরা সকাল থেকেই দুধ, গঙ্গাজল ঢালছেন শিবের মাথায়। বাঙালি পঞ্জিকা মতে শ্রাবণ মাসে অন্যান্য মন্দিরের পাশাপাশি এই মন্দিরে ভিড় হয় ভক্তদের।
মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শহর কান্দি । কান্দি শহরের রূপপুরে অবস্থিত রুদ্রদেব মন্দির। একদা বৌদ্ধ মুর্তিকে শিব মূর্তি হিসেবে পূজিত করা হয় এই মন্দিরে। মুর্শিদাবাদ জেলার অধ্যাপক তথা ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দ্বাদশ শতাব্দীতে তিব্বত বা নেপাল হিমালয় এলাকা থেকে জনৈক বৌদ্ধ তান্ত্রিক, এই বঙ্গ দেশে আসেন। তাঁরা ময়ূরাক্ষী নদীর ধারে আশ্রম প্রতিষ্ঠা করেন।
advertisement
advertisement
তিনি সঙ্গে করে নিয়ে আসেন একটি বৌদ্ধ মুর্তি। সেখানে তন্ত্র সাধনা করতে থাকেন। কান্দি সিংহ বংশীয় জৈনক রুদ্রনাথ সিংহ তান্ত্রিক কামদেব ব্রহ্মচারী শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্র সাধনা লাভ করেন। পরবর্তীতে কামদেব ব্রহ্মচারীর মৃত্যুর পর রুদ্রদেব সিংহ অক্ষর্ব বৌদ্ধ মুর্তিটিকে, রূপপুরে এই জঙ্গলাকৃত জায়গা ছিল সেখানে নিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করেন। বর্তমানে যা মূল মন্দির হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন – Viral Reels: ‘কথা’ রাখতে পারেননি, নিজেই নিজের গালে জুতো মারলেন, হুড়মুড়িয়ে ভিডিও দেখছে মানুষ
আসলে বৌদ্ধদেবের পাঁচ রকমের মুর্তি আছে। এই মুর্তি অক্ষর্ব মুর্তি হিসেবে পরিচিত। কামদেব ব্রহ্মচারীর সঙ্গে আরও একটি মূর্তি ছিল যা কাল রুদ্র ভৈরব। কাল রুদ্র ভৈরব মূর্তি চুরি যায় ১৯৫০ সালের আগেই। তবে কেউ বলেন চুরি গেছে কেউ আবার বলেন গঙ্গা স্নান করাতে গিয়ে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার পরে কাটোয়ার কাছে নৈহাটি গ্রামে থেকে উদ্ধার করা হয়। সেখানে গ্রামের সাধারণ মানুষ তা প্রতিষ্ঠা করেন।
advertisement
কালরুদ্র মুর্তিটি শিবের ভৈরব মূর্তি। যাঁর বাহন কুকুর। কালরুদ্র ভৈরব নাম অনুসারে নাম করণ হয় রুদ্রদেব মন্দির। আবার কাল রুদ্র নাম অনুসারে এই রুদ্রদেব মন্দির এবং রুদ্র সিংহ নাম অনুসারে এই রুদ্রদেব বলা হত। এই দুটি মত চলিত আছে। বর্তমানে এই বৌদ্ধ মূর্তিটি হরিদ্বার থেকে নিয়ে আসা হয়। তারপর আজও পুজো হয় বিভিন্ন সময়ে।
advertisement
Kaushik Adhikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 9:45 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Sawan Somvar: ‘এই’ মন্দিরের প্রসাদ খেলে সেরে যায় অনেক রোগ! শ্রাবণ মাসে বাবা-র মাথায় জল ঢালতে উপচে পড়া ভিড়