Murshidabad News: সুতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই কাঠ চেরাই মিল
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আজাদ নগর বেলতলা গ্রামের একটি কাঠ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
#মুর্শিদাবাদঃ শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আজাদ নগর বেলতলা গ্রামের একটি কাঠ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। আগুনে ভস্মীভূত বহু টাকার সম্পত্তি বহু আসবাবপত্র ও কাঠ। মধ্যে রাতে হঠাৎই আগুন লাগার ঘটনা সামনে আসতেই ছুটে আসেন স্হানীয় বাসিন্দারা।
স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘক্ষন পর আগুন নিয়ন্ত্রনে আসে। যদিও পরে ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পুর্ন ভাবে নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ ধানের ধসা রোগ! সাগরদিঘীতে চরম সমস্যায় কৃষকরা
তবে দমকলের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে কাঠের মিলে। কাঠের মিলে মজুত করে রাখা কাঠ থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগুন এখন সম্পুর্ন ভাবে নিয়ন্ত্রণে এসেছে। কোনও মানুষের কোন হতাহতের খবর নেই। তবে কাঠ সহ আসবাবপত্র পুড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 05, 2022 1:13 PM IST