Murshidabad News: মুহূর্তের সিদ্ধান্তে বেঁচে গেল প্রাণ! কামাল হল মুর্শিদাবাদে

Last Updated:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হরিহরপাড়ার ৬৭ বছর বয়স্ক এক রোগী হাসপাতালে ভর্তি হন।তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল বলে জানা যায়।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুস্থ হল রোগী 
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুস্থ হল রোগী 
#মুর্শিদাবাদ: গোল্ডেন টাইমে চিকিৎসা হলেই সুস্থ হতে পারে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী। আর সেই পথ দেখাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।জানা গিয়েছে, রাত্রি ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হরিহরপাড়ার ৬৭ বছর বয়স্ক এক রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি ডক্টর অমিয় কুমার বেরা বলেন যদি কোনও রোগীর গোল্ডেন পিরিয়ড অর্থাৎ প্রথম অ্যাটাকের সাড়ে চার ঘণ্টার মধ্যেই থ্রম্বলাইটিক থেরাপি করা যায় তাহলে সেই রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা যায়।
advertisement
ডাক্তার বেরা বলেন সম্প্রতি এই সেবা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু করেছে। এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জনের এই থেরাপি করা হয়েছিল। কিন্তু মস্তিষ্কে যদি রক্ত জমাট বেঁধে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পরও তা বার করা না যায় তাহলে সেই রোগীর ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে বলে জানান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাক্তার অমিয় কুমার বেরা।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক
অপর এক ডাক্তার ঔরঙ্গজেব বলেন, গত রাতে এগারটা নাগাদ এমার্জেন্সিতে ভর্তি করা হয় হরিহরপাড়ার ৬৭ বছর বয়স্ক ওই রোগীকে। সঙ্গে সঙ্গে রোগীর সিটি স্ক্যান করলে তাঁর ব্রেন স্ট্রোক ধরা পড়ে। সঙ্গে সঙ্গে রোগীর চিকিৎসা শুরু হয়৷ রোগীর বাঁ দিক প্যারালাইসিস ছিল। বর্তমানে তা ৯০ শতাংশ ঠিক হয়েছে বলে জানান মেডিক্যাল অফিসার ডক্টর ঔরঙ্গজেব। ফলে গোল্ডেন টাইমে চিকিৎসা করিয়ে পথ দেখিয়ে নজির গড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুহূর্তের সিদ্ধান্তে বেঁচে গেল প্রাণ! কামাল হল মুর্শিদাবাদে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement