Murshidabad News: সাগরপাড়া থেকে আবার অস্ত্র উদ্ধার, পঞ্চায়েতের আগে চিন্তা বাড়ছে পুলিশের
- Published by:kaustav bhowmick
Last Updated:
সাগরপাড়ার সাহেবনগরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সশস্ত্র অবস্থায় মিলন শেখকে গ্রেফতার করা হয়। বারবার সাগরপাড়া সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
মুর্শিদাবাদ: সাগরপাড়া থেকে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। মিলন শেখ নামে এক দুষ্কৃতীকে একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং দু'রাউন্ড গুলি সহ গ্রেফতার করল পুলিশ। সাগরপাড়া থেকে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় কপালের চিন্তার ভাঁজ চওড়া হয়েছে জেলা পুলিশের।
মঙ্গলবার রাত্রে সূত্র মারফত খবর পেয়ে সাগরপাড়ার সাহেবনগরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সশস্ত্র অবস্থায় মিলন শেখকে গ্রেফতার করা হয়। বারবার সাগরপাড়া সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসায় জেলা থেকে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।
advertisement
advertisement
জেলা পুলিশে সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাগরপাড়া বরাবরই স্পর্শকাতর জায়গা। এখানে দুষ্কৃতীদের রমরমাও বেশি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে। উল্লেখ্য, এক মাস আগে গত ১ মার্চ সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে একজন যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। গত কয়েক মাস ধরেই বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে এই এলাকা থেকে। ফলে সাগরপাড়ার নজরদারি আরও বাড়ানো হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 4:12 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সাগরপাড়া থেকে আবার অস্ত্র উদ্ধার, পঞ্চায়েতের আগে চিন্তা বাড়ছে পুলিশের