Durga Puja Fashion: অষ্টমী হোক বা দশমী, পুজোর ফ্যাশন মাতাচ্ছে হাতের কাজের ডিজাইনার পাঞ্জাবি

Last Updated:

Durga Puja Fashion: শার্ট-টি শার্ট তালিকায় থাকলেও পুজোর সময়ে বাদ দেওয়া যাবে না পাঞ্জাবি। তার উপর আবার বাঙালি মেয়েদের দুর্বলতার জায়গা পাঞ্জাবি। জিন্স কিংবা পাজামার সঙ্গে ম্যাচিং করে পড়ুন পাঞ্জাবি। durga puja fashion hand work designer punjabi is available on online

ছবি সৌজন্যে: অনুরাধা রজক
ছবি সৌজন্যে: অনুরাধা রজক
মুর্শিদাবাদ: ছেলেদের পোশাকের কথা উঠলেই শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামাতে থেমে যায়। খুব বেশি অপশন দেখা যায় না। তবে পুজোর সময়টুকু বছরের অন্য সময়ের তুলনায় একটু আলাদা। এইসময়ে ছেলেরাও ফ্যাশনেবল হয়েই রাস্তায় বেরোতে পছন্দ করে। শার্ট-টি শার্ট তালিকায় থাকলেও পুজোর সময়ে বাদ দেওয়া যাবে না পাঞ্জাবি। তার উপর আবার বাঙালি মেয়েদের দুর্বলতার জায়গা পাঞ্জাবি। জিন্স কিংবা পাজামার সঙ্গে ম্যাচিং করে পড়ুন পাঞ্জাবি। তবে ঘড়ি পড়তে ভুলবেন না।
কথায় আছে, বাঙালি উৎসব প্রিয় জাতি। বারো মাসে তার তেরো পার্বন। আর সবচেয়ে বড় উৎসব-‘শারদ পার্বন’ তো দুয়ারে কড়া নাড়ছে। প্রতি বছর নিত্যনূতন ফ্যাশনে মেতে উঠি আমরা। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। যে যাই বলুন,পুজোর ক’টা দিন কিন্তু বাঙালিকে শাড়ি আর পাঞ্জাবিতেই ভাল মানায়। এ বছর তাই নতুন করে আবার চাহিদা বেড়েছে হরেক ডিজাইনের শাড়ির ও পাঞ্জাবির। তবে শুধু পাঞ্জাবি নয়, বাবার সঙ্গে ম্যাচিং করে মেয়েদের জন্য তৈরি করা হচ্ছে ফ্রকের ডিজাইন।
advertisement
advertisement
আর দিন রাত এক করে বিভিন্ন পাঞ্জাবীতে হাতের কাজে ডিজাইন ফুটিয়ে তুলছেন বহরমপুর শহরের মেয়ে পুজা রায়। বিবাহ সূত্রে নদীয়া জেলাতে থাকলেও নবাবের জেলাতে পাঞ্জাবিস্বাদ দিচ্ছেন বেশ। তবে দোকানে নয়, শুধু মাত্র অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়ে চাহিদা মতো তৈরি করে চলেছেন পাঞ্জাবির ডিজাইন। কোনও ডিজাইনে আছে মা দুর্গার মুখ। কোনওটাতে আছে মা দুর্গার বানী। আর তাতেই চমক দিচ্ছেন তিনি। যা এবছর বেশ নজর কাড়ছে নেটিজেনদের কাছে। যদিও ডিজাইনার পুজোর কথায়, এবছর এই হাতের কাজে ফুটিয়ে তোলা পাঞ্জাবী বেশ আকর্ষণীয়। যা পুজোর যেকোনও দিন পড়লেই লুক পাল্টে যাবে। দাম থাকছে আয়ত্তের মধ্যেই ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja Fashion: অষ্টমী হোক বা দশমী, পুজোর ফ্যাশন মাতাচ্ছে হাতের কাজের ডিজাইনার পাঞ্জাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement