Murshidabad News-কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল হাজারদুয়ারী, কিন্তু তীব্র দাবদাহে ফের তাল কেটেছে সেই ছন্দের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
তীব্র দাবদাহে পর্যটক শূন্য নবাবী স্মৃতি বিজড়িত হাজারদুয়ারী
#মুর্শিদাবাদঃ তীব্র দাবদাহের ফলে নাজেহাল মুর্শিদাবাদ জেলা সহ দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা ওঠানামা করছে ৪১ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রির মধ্যে। সুর্যের রক্তচক্ষুকে আটকানো যাচ্ছে না এখনই। দেখা নেই বৃষ্টিরও। বৈশাখের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও প্রত্যাশিত কালবৈশাখীর দেখা না মেলায় নাজেহাল গোটা জেলাবাসী। তীব্র দাবদাহে পর্যটকশূন্য নবাবী স্মৃতি বিজড়িত হাজারদুয়ারী। এমনিতেই গত দুবছরের কোভিড মহামারী আর লকডাউনে বন্ধ ছিল হাজারদুয়ারীর দরজা। বর্তমানে সে পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাজারদুয়ারী। কিন্তু তীব্র দাবদাহে ফের তাল কেটেছে সেই ছন্দের। ফলে পর্যটক শূন্য হাজারদুয়ারী।
এর ওপর চলছে পবিত্র রমজান মাস। কিছুদিন আগেও প্যালেস পরিদর্শনের জন্য টিকিট বিক্রি হত দৈনিক এক হাজার। কিন্তু গরমের রক্তচক্ষুতে টিকিট বিক্রি নেমে এসেছে দৈনিক তিনশো থেকে চারশোতে। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। হাজারদুয়ারীতে ইতিহাসের খোঁজে যেমন সাধারণ মানুষ ভিড় জমান, তেমনই ভ্রমণ পিপাসু বাঙালি সহ ভিন রাজ্যের মানুষ আসেন সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত অন্যান্য নিদর্শন দেখতে।
advertisement
কিন্তু গত এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের ফলে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউই। পাশাপাশি, রাজ্যের তরফে তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি থাকায় পর্যটক শূন্য হাজারদুয়ারীকে দেখে মন খারাপ গাইডদেরও। যদিও যেসব পর্যটক প্যালেস দেখতে আসছেন, তাঁরা কিন্তু ভিড়হীন হাজারদুয়ারীতে নিরিবিলিতে ঘুরতে পেরে খুবই খুশি। অন্যদিকে গাইডদের আশা, গরম মিটলেই পর্যটকদের দেখা মিলবে আবার। তাই এখন একটাই প্রার্থনা, সুর্যের তাপ কমে দেখা দিক কালবৈশাখী।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
April 28, 2022 3:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News-কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল হাজারদুয়ারী, কিন্তু তীব্র দাবদাহে ফের তাল কেটেছে সেই ছন্দের