Duare Sarkar: এ কী কাণ্ড! হঠাৎ দু ঘণ্টার জন্য বসল দুয়ারে সরকার, হতবাক সকলে
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Duare Sarkar: ঘন্টাখানেকের মধ্যেই সমস্ত কিছু গুটিয়ে রওনা দিল দুয়ারে সরকার শিবিরের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা
মুর্শিদাবাদ: অল্প কিছুক্ষণের জন্য বসল দুয়ারে সরকার শিবির। তারপরেই উঠে গেল ক্যাম্প। ঘন্টাখানেকের মধ্যেই সমস্ত কিছু গুটিয়ে রওনা দিল দুয়ারে সরকার শিবিরের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। এমনই এক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ জেলার ভরতপুর। জানা যায়, ঘণ্টাখানেকের মধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসছেন রাজ্যের শিশু ও নারী বিকাশ দফতরের ডিরেক্টর অর্চনা ভকত।
এই খবর শুনেই মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি বসানো হল দুয়ারে সরকার ক্যাম্প। হাজির করা হল পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্য সহ সরকারি কর্মীদের। ফোন করে ডাকা হল কয়েকজন বাসিন্দাকেও। আজকে এই ঘটনার সাক্ষী থাকল ভরতপুর ১ ব্লকের কিষাণ মাণ্ডি এলাকাতে। জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ সেখানে হঠাৎ করেই প্যান্ডেলের কর্মীদের বাঁশ বাঁধতে দেখা যায়। দড়ি দিয়ে ঝোলান হয় দুয়ারে সরকারের বিভিন্ন ফ্লেক্স। প্যান্ডেলের চেয়ার আসতেই সেখানে ল্যাপটপ খুলে বসে পড়েন সরকারী কর্মীরা।
advertisement
এরপর বেলা ১টা বাজতেই সেখানে এসে পৌঁছন রাজ্য শিশু ও নারী বিকাশ দফতরের ডিরেক্টর অর্চনা ভকত। তিনি গাড়ি থেকে নেমে সরকারী কর্মীদের কাছে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ও দুয়ারে সরকারে আসা দুই তিনজনের সঙ্গে কথা বলেন। অর্চনা ভকত চলে যেতেই ওই ক্যাম্পও ফাঁকা হয়ে যায়। তিনি গন্তব্য চলে যাওয়ার সঙ্গে প্যান্ডেলও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। আর এই কারণেই হতবাক হয়ে পড়েন দুয়ারে সরকার শিবিরে পরিষেবাও নিতে আসা সাধারণ মানুষজন।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় দুয়ারে সরকার শিবির বসেছে। কৃষক বন্ধু প্রকল্পের কাগজ জমা দিতে এসেছিলাম। তবে এখন দেখা যাচ্ছে সেই শিবির আর নেই। যদিও ভরতপুর এক ব্লকের বিডিও সুচন্দন বৈদ্য জানান, এটা দুয়ারে সরকার শিবির নয়, এটা পরিষেবা শিবির। তবে যে অভিযোগ উঠছে তা একদমই সত্য নয়।
advertisement
যদিও এই প্রসঙ্গে শিশু ও নারী বিকাশ দফতরের সচিব অর্চনা ভকত জানান, কী সিডিউল আছে, সেটা আগে দেখতে হবে। আমি বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। যদিও গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দুয়ারে সরকার শিবির আয়োজন করা হলেও সেই ক্যাম্পে মিলছে না পরিষেবা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 9:34 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Duare Sarkar: এ কী কাণ্ড! হঠাৎ দু ঘণ্টার জন্য বসল দুয়ারে সরকার, হতবাক সকলে