Murshidabad News: আর করা যাবে না এই সব খারাপ জিনিস দিয়ে কাজ, গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ

Last Updated:

নর্দমা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এই অভি‌যোগ তুলে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা।

+
বড়ঞাতে

বড়ঞাতে ড্রেনের কাজ বন্ধ করে দিলেন গ্রামের বাসিন্দারা 

#মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত ভোট৷ ভোটের আগে বিভিন্ন মানুষদের দাবি-দাওয়া অনুযায়ী বেশ কিছুদিনের না হওয়া কাজগুলো করতে শুরু করেছে প্রশাসন। রাস্তাঘাটে শ্রী ফিরছে কোথাও কোথাও সমস‍্যা খতিয়ে দেখছে।কোথাও আবার এখন থেকেই প্রতিশ্রুতির বন‍্যা।কিছু কিছু জায়গায় আবার শিকে ছিঁড়েও ছিঁড়ছিল না। কিন্তু অবশেষে গ্রামবাসীদের বিক্ষোভ আর শাসানিতে অবশেষে শিঁকে ছিঁড়ল।ভোট বয়কটের হুঁশিয়ারি আর বিক্ষোভ আন্দোলন ছাড়া বোধহয় সোজা আঙুলে এখন আর ঘি ওঠে না। এমনই বলছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মুড্ডা গ্ৰামে বুধবার গ্রামবাসীদের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয়েছিল ড্রেন তৈরির কাজ গ্রামবাসীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী ও চরম গাফিলতি হচ্ছিল গ্রামের এই ড্রেন তৈরিতে৷ কিন্তু গ্রামবাসীদের দেখানো হয়নি কাজের কোনও সিডিউল।এমন কি বসানো হয়নি কোন বোর্ড৷ তাই সঠিক দ্রব্য কাজে লাগিয়ে ড্রেন তৈরির দাবিতে এদিন গ্রামের একাংশ বাসিন্দা বিক্ষোভ করেন এবং কাজ বন্ধ করে দেন পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে ফের গ্রামবাসীদের সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু করা হয়।
advertisement
আরও পড়ুন Purulia News: বর্ষপূর্তিতে পর্যটক পূর্ণ অযোধ্যা, আনন্দের মাঝেও ছিল বেশ কিছু সমস্যা!
এক গ্রামবাসী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রথমে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল, তাই আমরা সেই কাজ বন্ধ করে দি৷ সিডিউল দেখাতে বলা হয়েছিল কিন্তু প্রথমে যারা কাজ করছিলেন তারা পঞ্চায়েত অফিসে গিয়ে সিডিউল দেখার কথা বলেন,৷ তারপর বিক্ষোভ করার পর অবশেষে ফের ভাল সামগ্রী দিয়ে কাজ শুরু হয়েছে এবং সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আর করা যাবে না এই সব খারাপ জিনিস দিয়ে কাজ, গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement