Murshidabad: বিভিন্ন জায়গায় মহা ধুমধামে পালিত হল ধর্মরাজের পুজো

Last Updated:

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। মুর্শিদাবাদ জেলার কান্দি, খড়গ্রাম, নগর, বড়ঞা, বেলডাঙা সহ জেলার বিভিন্ন প্রান্তে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল।

+
title=

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। মুর্শিদাবাদ জেলার কান্দি, খড়গ্রাম, নগর, বড়ঞা, বেলডাঙা সহ জেলার বিভিন্ন প্রান্তে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল। মহা সাড়ম্বরে শতাব্দী প্রাচীন ধর্মরাজ পুজার সূচনা হল বড়ঞা থানার শ্রীহট্টী গ্রামে। শ্রীহট্টী সহ আশপাশের এলাকায় মানুষ উৎসবের আনন্দে মেতেছেন পুজোকে ঘিরে।উদ্যোক্তারা জানিয়েছেন, সোমবার এই পূজা হলেও পুজা ঘিরে আগামী তিন দিন মন্দির প্রাঙ্গণে চলবে একাধিক অনুষ্ঠান৷ বাংলার নিজস্ব সংস্কৃতি বোলান গান, বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠান রয়েছে এই পুজোকে ঘিরে।
বাংলার লৌকিক জীবনে ধর্মরাজ হলেন গ্রামদেবতা। আঞ্চলিক এই দেবতার বাহন হিসেবে দেখা যায় পোড়া মাটির তৈরি ঘোড়া। দূরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ও অন্যান্য নানান জটিল সমস্যা থেকে সুরাহা পেতে অনেকেই ধর্মরাজকে মানত হিসেবে দান করে থাকেন মাটির তৈরি এই ঘোড়া। ধর্মরাজ পূজা সাধারণত বুদ্ধপূর্ণিমার দিনে পালিত হয়ে থাকে। ধর্মরাজের নিজস্ব কোন মূর্তি নেই।
advertisement
advertisement
শিলাকেই দেবতা হিসেবে মান্য করা হয়। জনশ্রুতি আছে, বহু আগে গ্রামের শেষ সীমানায় আঁকড়া গাছের তলায় ধর্মরাজ অধিষ্ঠিত থাকতেন। ধর্মরাজ পূজার সঙ্গে শিবের যোগসূত্র রয়েছে। কারণ মন্দিরে ধর্মরাজের সঙ্গে লৌহশলাকা যুক্ত একটি কাঠের পাটাতনকে রাখা হয় যা বাণেশ্বর নামে পরিচিত।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বিভিন্ন জায়গায় মহা ধুমধামে পালিত হল ধর্মরাজের পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement