মুর্শিদাবাদঃ সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনের আগে এক সৌজন্যের ছবি দেখা গেল বহরমপুর শহরে। বহরমপুরে প্রয়াত বিধায়কের বাড়িতে সটান হাজির হলেন বিরোধী প্রার্থী। রাজনীতিতে যখন সৌজন্যের আকাল, তখন এমন ছবিই দেখা গেল বহরমপুরে। আগামী ২৭শে ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচন। আর তার আগেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার বাড়িতে গিয়ে তার স্ত্রীর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
আরও পড়ুন: মুর্শিদাবাদে বোমার নাগাল থেকে রেহাই পাচ্ছে না বাড়ির মহিলা ও শিশুরাও! ভয়ঙ্কর ঘটনা জেলায়
রাজনৈতিক মহলের যদিও দাবি সৌজন্য নয়, ভোট কৌশলেই প্রয়াত মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছেন কংগ্রেসের প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভা আসনে উপনির্বাচন । নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে প্রয়াত তৃনমূল বিধায়ক, মন্ত্রী সুব্রত সাহার বাড়ি হাজির হলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস অফিস থেকে বেড়িয়ে তিনি যান সুব্রত সাহার চুয়াপুরের বাড়িতে। কথা বলেন সুব্রত সাহার স্ত্রীর নমিতা সাহার সাথেও। আশীর্বাদও চান কংগ্রেস প্রার্থী। এদিন বাড়ি থেকে বেড়িয়ে বাইরন দাবি করেন , রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার পরিবারের সাথে পুরোনো সম্পর্ক। আশীর্বাদ নিতেই এসেছিলেন। আগামী দিনে সাগরদীঘিতে কাজ করবেন বলেই জানান কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক! রাতে ঘরে ঢুকে শ্বশুর এ কী করল বউমার ওপর! চারিদিকে রক্ত
সাগরদীঘির টানা তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। হঠাৎই আকস্মিক ভাবে তার প্রয়াণ ঘটে। আর তারপরই সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এই সৌজন্যে স্বাক্ষাতকার নিয়ে জেলার রাজনীতিতে বেশ কৌতুহল থাকল দিনভর।কৌশিক অধিকারীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।