Murshidabad News: জনগণের রায়ে এঁরা পঞ্চায়েত ভোটে জয়ী! কিন্তু ভয়ের চোটে আশ্রয় এখন কংগ্রেসের জেলা অফিস
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: অভিযোগ, তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিরোধী জয়ী প্রার্থীদের। ইসলামপুরের চক গ্রাম পঞ্চায়েত, ছয়ঘরি ও গুড়াপাসলা গ্রাম পঞ্চায়েতের জয়ী জোট প্রার্থীরা আশ্রয় নিয়েছেন কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোট পর্ব মিটে গিয়েছে ইতিমধ্যেই। অশান্তির আবহাওয়া মধ্যে দিয়েই মুর্শিদাবাদে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু নির্বাচন মিটে গেলেও ভোট গণনার পর থেকেই ঘরছাড়া মুর্শিদাবাদ জেলার রানিনগরের জয়ী কংগ্রেস ও সিপিআইএমের প্রার্থীরা। তাঁদের এখন আশ্রয় বহরমপুর কংগ্রেসের দলীয় কার্যালয়।
ভোট গণনার পর থেকেই বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। ঘরছাড়া জয়ী বিরোধী প্রার্থীরা এখন আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কংগ্রেস কার্যালয়ে। ঘরছাড়া হয়েছেন কংগ্রেসের ৭ জন পঞ্চায়েত সদস্য ও সিপিআইএমের ৬ জন জয়ী প্রার্থী। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছেন, তাই তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। ফলে কংগ্রেসের দলীয় কার্যালয়ে চলছে রান্নাবান্না, খাওয়াদাওয়া, সমস্ত কিছুই।
advertisement
advertisement
অভিযোগ, তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিরোধী জয়ী প্রার্থীদের। ইসলামপুরের চক গ্রাম পঞ্চায়েত, ছয়ঘরি ও গুড়াপাসলা গ্রাম পঞ্চায়েতের জয়ী জোট প্রার্থীরা আশ্রয় নিয়েছেন কংগ্রেসের দলীয় কার্যালয়ে। তার কারণ, তৃণমূলে যোগদান করার জন্য মানসিক চাপ দেওয়া হচ্ছে। কোনও ভাবেই যেন বিরোধীরা পঞ্চায়েত দখল না করতে পারে তার জন্য এই চাপ দেওয়া হচ্ছে। ফলে বাড়ি ছাড়া এখন জয়ী প্রার্থীরা। এখন ঘর সংসার সাজিয়ে নিয়েছেন বহরমপুরের কংগ্রেস দলীয় কার্যালয়ে।
advertisement
আরও পড়ুন: কনজাংটিভাইটিসের ভয়ে কাঁপছে গোটা দেশ! KGMU-এর নির্দেশিকা জারি, নিজেকে সুরক্ষিত রাখুন এভাবে
যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল, তৃণমূল কংগ্রেস। তারা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি সাওনী সিংহ রায় বলেন, ‘‘কংগ্রেস পুরনো রাজনীতি করার জন্য পঞ্চায়েত সদস্যদের আগলে রেখেছে। এটা তাদের পুরনো পদ্ধতি। তবে আমরা কাউকে ঘরছাড়া করিনি।’’ যদিও তৃণমূলের দিকেই অভিযোগ তুলেছেন জেলা কংগ্রেস নেতৃত্বরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জনগণের রায়ে এঁরা পঞ্চায়েত ভোটে জয়ী! কিন্তু ভয়ের চোটে আশ্রয় এখন কংগ্রেসের জেলা অফিস