হোম /খবর /মুর্শিদাবাদ /
রেল স্টেশনে এ কী ঘটল সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে! জানলে অবাক হবেন আপনিও

Murshidabad News: নিউ ফরাক্কা স্টেশনে এ কী ঘটল সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে! জানলে অবাক হবেন আপনিও

কথা কাটাকাটি হওয়ার সময় ওই মদ্যপদের মধ্য থেকে হঠাৎই একজন নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারতে শুরু করে। তাঁকে এলোপাথাড়ি লাথি-ঘুষি মারতে থাকে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে জিআরপির সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করল মদ্যপ রেলযাত্রী! আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল স্টেশনে উপস্থিত কয়েকশো মানুষ। মঙ্গলবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নিউ ফরাক্কা স্টেশনে।

সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে ডিউটি দিচ্ছিলেন। সেই সময় কয়েকজন যাত্রী বাকি রেলযাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। বিষয়টি দেখে এগিয়ে আসেন সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী। তিনি ওই ঘটনার প্রতিবাদ করলে মদ্যপ যাত্রীরা পাল্টা তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ। এই নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় ওই মদ্যপদের মধ্য থেকে হঠাৎই একজন নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারতে শুরু করে। তাঁকে এলোপাথাড়ি লাথি-ঘুষি মারতে থাকে। প্রথমদিকে অন্য কোন‌ও যাত্রী এগিয়ে এসে এই ঘটনার প্রতিবাদ করেনি। অনেকেই মোবাইল ফোনে গোটা ঘটনা রেকর্ড করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর কিছু নিত্যযাত্রী এগিয়ে এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে রক্ষা করেন। তারপরই স্টেশন ছেড়ে পালায় অভিযুক্ত যাত্রী।

আরও পড়ুন: শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করতে 'গোড়ায়' আঘাতের ভাবনা

এরপর আহত ওই সিভিক ভলেন্টিয়ারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর শুনে ছুটে আসেন জিআরপির কর্তারা। আহত সিভিক ভলেন্টিয়ার ওই অজ্ঞাতপরিচয় যাত্রীর নামে এফআইআর দায়ের করেছেন। তিনি বলেন, স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যাত্রীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।

কৌশিক অধিকারী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Murshidabad news