Cbi Jiban krishna saha: আন্দি গ্রামেই কী কোটি কোটি টাকার জমির হদিশ? জীবনকৃষ্ণের সম্পত্তি মুর্শিদাবাদ, বীরভূমে

Last Updated:

Cbi Jiban krishna saha: সিবিআই সূত্রের খবর, নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবনকৃষ্ণ।

+
title=

মুর্শিদাবাদঃ ইতি মধ্যেই সিবিআই হেফাজতে আছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। চাকরির নিয়োগ দুর্নীতির কান্ডে জীবনকৃষ্ণের সম্পত্তির হদিশ পাওয়া গেল মুর্শিদাবাদ ও বীরভূমে ।
সিবিআই সূত্রের খবর, নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবনকৃষ্ণ। জমি কেনার সরকারি নথির কিছু অংশ ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআইয়ের হাতে। জানা যাচ্ছে, ২০১৮-২২ সালের মধ্যে কয়েক কোটি টাকার জমি কেনা হয়েছে। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জমি কিনেছিলেন কেষ্টগড় বীরভূমেও। আন্দি গ্রামে নিজের এলাকায় সম্প্রতি এক কোটি টাকার বেশি টাকা দিয়ে বিপুল সম্পত্তি ক্রয় করেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা । যা বলছেন স্থানীয় বাসিন্দারা। গত এক বছরে আন্দি এলাকায় বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সুত্রের খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
যদিও নথি বলছে, বোলপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন বিধায়ক। উল্লেখ্য, বোলপুর পুরসভার এক অভিজাত এলাকায় এই জমি। জমির দরও এখানে অনেকটা বেশি। সেই এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমির নথি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় বিধায়কের সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এলাকায় চার কাঠা জমি রয়েছে বিধায়কের নামে। শুধু তাই নয়, সাঁইথিয়া পুরসভা এলাকাতেও তাঁর নামে সব মিলিয়ে প্রায় ২৪ কাঠা জমি রয়েছে বলে খবর।
advertisement
এই সাঁইথিয়া পুর এলাকায় তাঁর একটি তেলকল রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও তিনি কোল্ড স্টোরেজ ও রাইস মিলের মালিক বলেও সিবিআই সূত্রে খবর। বীরভূম জেলাতে বিধায়কের একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বিধায়কের এই বিপুল অঙ্কের সম্পত্তি কীভাবে তৈরি হল, সেই বিষয়টিও নজরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। তবে কি নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতেই এই বিপুল অঙ্কের সম্পত্তি তৈরি করে ছিলেন জীবন উঠছে একাধিক প্রশ্ন।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Cbi Jiban krishna saha: আন্দি গ্রামেই কী কোটি কোটি টাকার জমির হদিশ? জীবনকৃষ্ণের সম্পত্তি মুর্শিদাবাদ, বীরভূমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement