Murshidabad News: চাকরি দুর্নীতির কাণ্ডে মুর্শিদাবাদের কৌশিক গ্রেফতার, কে এই কৌশিক? জানুন

Last Updated:

কৌশিকের বাড়িতে টাকা দিতে ভিড় করতেন অনেকেই। বেকার যুবক ও যুবতী থেকে অভিভাবকরা আসতেন তার বাড়িতে।

ধৃত কৌশিক ঘোষ
ধৃত কৌশিক ঘোষ
মুর্শিদাবাদ: স্কুল শিক্ষা দফতরের চাকরি দুর্নীতির কাণ্ডে সিবিআইয়ের তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে সিবিআই। এরা সবাই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও জানা যাচ্ছে।
শুক্রবার যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন, সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আলি ইমাম, আব্দুল খালেক এবং চন্দন মণ্ডল। আর এই ছয়জনের মধ্যে অন্যতম কৌশিক ঘোষ। মুর্শিদাবাদের বড়ঞা থানার ভড়ঞা এলাকার বাসিন্দা। কৌশিক নিজেকে দিল্লিতে পেট্রোলিয়াম সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিত গ্রামে।
advertisement
advertisement
শনিবার সকাল থেকেই দেখা যায়, ভড়ঞা এলাকায় কৌশিক ঘোষের বাড়িতে তালা ঝুলছে। গ্রামবাসীদের দাবি, কৌশিকের বাড়িতে টাকা দিতে ভিড় করতেন অনেকেই। বেকার যুবক ও যুবতী থেকে অভিভাবকরা আসতেন তার বাড়িতে।
শুধু তাই নয় কৌশিক ঘোষ ধৃত কুন্তলের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা গিয়েছে।গ্রামের বাসিন্দারা জানান, কৌশিক ঘোষের কাছে টাকা কেন দিতে আসতেন তা জানেন না গ্রামের মানুষ। ধৃত কৌশিক ঘোষের সঙ্গে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ ঘোষের একাধিক ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যা স্থানীয়দের একাংশের দাবি। বহু জায়গায় একসঙ্গে দেখে গিয়েছে কৌশিক ঘোষ ও বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। তবে তিনি নিজের আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী অনেকের চাকরি করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কুন্তলের এজেন্ট ছিলেন কৌশিক।
advertisement
একদা কৌশিক ঘোষ জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দাবি, ওই যুবক তার ঘনিষ্ঠ নন। অনেকেই বিধায়কের কাছে আসেন। ছবি তোলেন। সেরকমই ছবি তুলেছিলেন কৌশিক।যদিও গ্রামের বাসিন্দারা জানান, যদি কৌশিক ঘোষ দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হোক। কারণ তিনি অর্থের বিনিময়ে একাধিক চাকরি করেছেন নিজের আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী অনেকের। যদিও বড়ঞা থানার ভড়ঞা গ্রামে কৌশিক ঘোষ গ্রেফতারের পর গ্রামে থমথমে পরিবেশ রয়েছে ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চাকরি দুর্নীতির কাণ্ডে মুর্শিদাবাদের কৌশিক গ্রেফতার, কে এই কৌশিক? জানুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement