Murshidabad News: মুর্শিদাবাদে নদীয়া জেলার তৃণমূল নেতাকে গুলি করে খুন
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মুর্শিদাবাদ জেলার নওদা তে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নদীয়া জেলার করিমপুর দুই নং ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা নারায়ণপুল দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা খাতুনের স্বামী মতিরুল ইসলাম কে খুন করল দুষ্কৃতীরা।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার নওদা তে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নদীয়া জেলার করিমপুর দুই নং ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা নারায়ণপুল দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা খাতুনের স্বামী মতিরুল ইসলাম কে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায়। জানা গিয়েছে, মৃত মতিরুল ইসলাম তার ছেলে নওদা আল আমিন মিশনে পাঠরত। তাকে দেখার জন্যই ব্যাক্তিগত কাজে বৃহস্পতিবার সন্ধ্যায় নদীয়া জেলার থানা পাড়া এলাকার বাসিন্দা মতিরুল ইসলাম তিনি মুর্শিদাবাদের নওদা তে তিনি এসেছিলেন, নওদা থানার অন্তর্গত টিকিয়াপাড়া ঘাটের কাছে মটর বাইকে করে যাওয়ার পথে তিনজন দুস্কৃতীরা তাকে গুলি করে কাছ থেকে।
সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ছুটে যায় নওদা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রথমে নওদা আমতলা গ্রামীণ হাসপাতালে পরে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। তবে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় তার মৃত্যু হয়। নদীয়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাজিজুল হক জানান, নারায়ণপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মতিরুল সেখ।
advertisement
আরও পড়ুনঃ ওভারলোড পণ্যবাহী গাড়ি রুখতে এবার পথে নামলেন মহকুমা শাসক
নওদার আসলামপুরে ইটভাঁটায় শেয়ার আছে। টিনা হাবিব সেখ ৪০ শতাংশ শেয়ার আছে ঐ ইট ভাঁটার। স্বরযন্ত্র করে রাজকুমার ও হাবিব সেখ এবং টিনা হাবিব সাহা এই খুন করেছে। আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল খুন করা হতে পারে বলে, কিন্তু আজকে তাকে খুন হতে হল। এই ঘটনার সঙ্গে নওদার ব্লক সভাপতি সফিউজ্জামান সেখ ওরফে হাবিবের বিরুদ্ধেই অভিযোগ যুব তৃণমূল সাধারণ সম্পাদক। নওদার ব্লক তৃণমূল সভাপতি ও সাংসদ আবু তাহের খান তার ভাগ্নে হিসেবে পরিচিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৮ দিন বন্ধ থাকছে বাদশাহী সড়কের সুন্দরপুর সেতু! জেনে নিন বিকল্প রাস্তা
ঘটনার জেরে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন । যদিও আবু তাহের খান বলেন, এলাকার তৃণমূল সাংগঠনিক নেতা ছিল। তার সঙ্গে পুলিশ সিকিউরিটি থাকত। তবে এই ঘটনা কি করে পুলিশ কে বলব নিরপেক্ষ তদন্ত করতে। তিনদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
November 24, 2022 8:46 PM IST