Murshidabad: ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক পরিনতি ঘটনা ঘটল মুর্শিদাবাদে

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি বানী সংঘ মাঠে ফুটবল খেলার সময় অস্বাভাবিক মৃত্যু হল ফুটবল খেলোয়াড়ের। পুলিশ জানিয়েছে মৃতের নাম মঙ্গল হেমব্রম।

কান্দি বানী সংঘ মাঠে চলছিল ফুটবল খেলা
কান্দি বানী সংঘ মাঠে চলছিল ফুটবল খেলা
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি বানী সংঘ মাঠে ফুটবল খেলার সময় অস্বাভাবিক মৃত্যু হল ফুটবল খেলোয়াড়ের। পুলিশ জানিয়েছে মৃতের নাম মঙ্গল হেমব্রম। বাড়ি বীরভূম জেলার তারাপীঠে। জানা গিয়েছে, প্রতি বছরের ন্যায় এই বছর ২৮শে জুলাই দিন রাত ফুটবল খেলার আয়োজন করা হয়। মোট ১৬টা ফুটবল দল অংশ গ্রহণ করে। হাজরাপাড়ার পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর এই ফুটবল খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই ফুটবল খেলার উদ্বোধন করেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । বৃহস্পতিবার বিকেলে নরেন্দ্রনাথ পাঠ চক্রের সাথে তারাপীঠের ফুটবল খেলা চলছিল।
ফুটবল খেলার হাফ টাইমে জল খাওয়ার পরেই মাঠে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফুটবল খেলোয়াড়রা জানান, জল খাওয়ার পরেই হঠাৎ অসুস্থ বোধ করলে আমরা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
চিকিৎসকেরা তখন মৃত বলে ঘোষণা করেন। ফুটবল খেলার আয়োজক সদস্য মনোজ দাস জানান, মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ এই খেলায়। বৃহস্পতিবার বিকেলে ষষ্ঠ টিমের খেলা চলছিল। সেই খেলা চলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ আলকাপ লোকনৃত্যকে টিকিয়ে রাখতে শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেণ। কান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ পাঠিয়েছেন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক পরিনতি ঘটনা ঘটল মুর্শিদাবাদে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement