#মুর্শিদাবাদ: কোভিড মহামারি পরিস্থিতির পর দীপাবলি কালীপুজো মেতে উঠেছেন আপামর বাঙালি সহ গোটা দেশবাসী। দীপাবলির রাতে পাঁচ হাজার প্রদীপ প্রজ্বলন করলেন মহিলারা। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার চৌকিগ্রাম সুভাষপল্লীর পুজো কমিটির পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন করা হয়। ফরাক্কার এনটিপিসির চৌকিগ্রাম আদি গ্রাম হিসেবে পরিচিত। এখানে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি নবদ্বীপ ঘোষ, প্রশান্ত ঘোষ ও স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্যোগে এলাকার মহিলারা এই প্রদীপ প্রজ্বলনের উদ্যোগে গ্রহণ করেন।
আরও পড়ুন Howrah News: গোটা গ্রামে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা, হয় না আর অন্য কোনও কালীপুজো
সোমবার সন্ধ্যার পর এলাকার মহিলারা নিজে উদ্যোগ গ্রহণ করে এই প্রদীপ প্রজ্বলন করেন বলে জানা গিয়েছে। রামায়ণ অনুসারে, চৌদ্দ বছর বনবাস জীবন কাটিয়ে শ্রীরাম যখন ফেরেন, সেই আনন্দে অযোধ্যাবাসী গোটা রাজ্য প্রদীপ দ্বার আলোকিত করে। এসবেরই মেলবন্ধনে দীপাবলি উৎসব।তবে মা কালী আর সনাতন বাঙালির যোগসূত্র চিরকাল। শক্তির উপাসনায় বরাবরই এগিয়ে বাংলা। ফরাক্কা সহ কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, নৈহাটি থেকে বারাসাত সেজে উঠেছে আলোর উৎসবে। শক্তির আরাধনা মেতে উঠেছেন বঙ্গবাসী।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
দীপাবলিতে, প্রতিটি বাড়ি তেল বা ঘি-এর প্রদীপ, মোমবাতি ও ইলেক্ট্রিক লাইট দিতে সাজানো হয়। প্রথাগতভাবে, মাটির প্রদীপে তুলোর তৈরি সলতে দিয়ে বেশিরভাগ বাড়ি-ঘর আলোকিত করা হয়ে থাকে। যদিও এই পরিবর্তনশীল আধুনিক সময়ে অনেক ঘরেই মোমবাতি মাটির প্রদীপের জায়গা নিয়ে নিয়েছে। তা সত্ত্বেও, এই আলোর উৎসবের ধারনা অপরিবর্তিত রয়ে গেছে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।