ঘুমের ওষুধ খাইয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার অর্জুন রামপালের শ্যালক

Last Updated:

নরম পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে এত মহিলার শ্লিলতাহানির ঘটনায় নাম জড়াল বলি-অভিনেতা অর্জুন রামপালের শ্যালক অমিত গিলকে ৷

#মুম্বই: নরম পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে এত মহিলার শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল বলি-অভিনেতা অর্জুন রামপালের শ্যালক অমিত গিলকে ৷ ওই বিমান সেবিকাকে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে অমিতকে ৷ অর্জুনের বোন কোমলের স্বামী অমিত ৷ অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ ৷
এই বিমান সেবিকার অভিযোগ, একদিন তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন অমিত ৷ তখনই ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাঁকে ৷ অচেতন অবস্থায় তাঁর কিছু আপত্তিকর ছবি তোলেন অমিত ৷ এরপর থেকে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে হুমকি দিতে শুরু করে সে ৷
advertisement
advertisement
মুম্বই মিররের খবর অনুযায়ী, অমিতের কাছে ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন ওই বিমান সেবিকা ৷ কথা ছিল ৩ শতাংশ হারে প্রতি মাসে রিটার্ন পাবেন তিনি ৷ এ ছাড়াও অমিত তাঁকে কথা দিয়েছিল, দুবাইয়ের এক ব্যাক্তির কাছ থেকে তাঁর পাওনা ৫ লক্ষ টাকা তাঁকে পাইয়ে দেবে ৷ কিন্তু বিনিয়োগের টাকা হাতে পাওয়ার পরেই রূপ বদলে ফেলেন অমিত ৷ অমিতের দেওয়া চেক বাউন্স করে যায় ৷ শেষ পর্যন্ত ১২ লক্ষ টাকা ফেরত পান ওই যুবতী ৷ কিন্তু বাকি টাকা এবং সুদ কোনওটাই ফেরত পাননি বলে অভিযোগ জানান তিনি ৷ বিমান সেবিকা জানান, অমিতের কাছে টাকা চাইলে তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে অমিত ৷
advertisement
তবে এই ঘটনার সঙ্গে তাঁর এবং বোন কোমলের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন ৷ এ দিন একটি টুইট করে অভিনেতা জানান, সাত বছর আগে কোমলের সঙ্গে অমিতের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ তারপরেও এই ঘটনার সঙ্গে তাঁদের দু’জনের নাম জড়িয়ে যাওয়ায় সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘুমের ওষুধ খাইয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার অর্জুন রামপালের শ্যালক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement