ঘুমের ওষুধ খাইয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার অর্জুন রামপালের শ্যালক

Last Updated:

নরম পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে এত মহিলার শ্লিলতাহানির ঘটনায় নাম জড়াল বলি-অভিনেতা অর্জুন রামপালের শ্যালক অমিত গিলকে ৷

#মুম্বই: নরম পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে এত মহিলার শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল বলি-অভিনেতা অর্জুন রামপালের শ্যালক অমিত গিলকে ৷ ওই বিমান সেবিকাকে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে অমিতকে ৷ অর্জুনের বোন কোমলের স্বামী অমিত ৷ অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ ৷
এই বিমান সেবিকার অভিযোগ, একদিন তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন অমিত ৷ তখনই ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাঁকে ৷ অচেতন অবস্থায় তাঁর কিছু আপত্তিকর ছবি তোলেন অমিত ৷ এরপর থেকে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে হুমকি দিতে শুরু করে সে ৷
advertisement
advertisement
মুম্বই মিররের খবর অনুযায়ী, অমিতের কাছে ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন ওই বিমান সেবিকা ৷ কথা ছিল ৩ শতাংশ হারে প্রতি মাসে রিটার্ন পাবেন তিনি ৷ এ ছাড়াও অমিত তাঁকে কথা দিয়েছিল, দুবাইয়ের এক ব্যাক্তির কাছ থেকে তাঁর পাওনা ৫ লক্ষ টাকা তাঁকে পাইয়ে দেবে ৷ কিন্তু বিনিয়োগের টাকা হাতে পাওয়ার পরেই রূপ বদলে ফেলেন অমিত ৷ অমিতের দেওয়া চেক বাউন্স করে যায় ৷ শেষ পর্যন্ত ১২ লক্ষ টাকা ফেরত পান ওই যুবতী ৷ কিন্তু বাকি টাকা এবং সুদ কোনওটাই ফেরত পাননি বলে অভিযোগ জানান তিনি ৷ বিমান সেবিকা জানান, অমিতের কাছে টাকা চাইলে তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে অমিত ৷
advertisement
তবে এই ঘটনার সঙ্গে তাঁর এবং বোন কোমলের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন ৷ এ দিন একটি টুইট করে অভিনেতা জানান, সাত বছর আগে কোমলের সঙ্গে অমিতের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ তারপরেও এই ঘটনার সঙ্গে তাঁদের দু’জনের নাম জড়িয়ে যাওয়ায় সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘুমের ওষুধ খাইয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার অর্জুন রামপালের শ্যালক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement