#MeToo: 'শরীরের খাঁজে হাত বোলাচ্ছিল!', Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু?

Last Updated:

গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অণু মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অণু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'

#মুম্বই: এ বার #MeToo-তে বিদ্ধ বলিউডের সঙ্গীত পরিচালক অণু মালিক৷ একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অনু মালিকের বিরুদ্ধে৷ যার নির্যাস, ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসন থেকে অণু মালিককে সরে যাওয়ার নির্দেশ দিল সোনি টেলিভিশন৷
অনু মালিকের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ অবস্থা এতটাই গুরুতর যে, টেলিভিশন সংস্থা একটি জরুরি বৈঠক করে৷ ওই বিঠকেই স্থির করা হয়, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত অনু  মালিককে বিচারকের পদে থাকতে পারবেন না বলিউডের এই নামী সঙ্গীত পরিচালক৷ সংস্থার বক্তব্য, বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তাদের অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷
advertisement
ছবিটি সংগৃহীত ছবিটি সংগৃহীত
advertisement
সূত্রের খবর, অণু মালিক থাকাকালীন যতগুলি এপিসোড শ্যুট করা হয়েছে, সেগুলি সম্প্রচারিত হওয়ার পরে আর কোনও এপিসোডে অনু  মালিককে রাখা হবে না৷ গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অনু  মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অনু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'
advertisement
আরেক প্রতিশ্রুতিমান গায়িকার অভিযোগ, ইন্ডিয়ান আইডল ১০-এ তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্র‌ির প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্ত‌ু বছর সাতেক আগে অনু তাঁকে যৌন হেনস্থা করে৷ তাই তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনু ৷ তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷
আরও ভিডিও: আদিবাসী মহিলাকে গণধর্ষণ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: 'শরীরের খাঁজে হাত বোলাচ্ছিল!', Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement