#MeToo: 'শরীরের খাঁজে হাত বোলাচ্ছিল!', Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু?
Last Updated:
গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অণু মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অণু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'
#মুম্বই: এ বার #MeToo-তে বিদ্ধ বলিউডের সঙ্গীত পরিচালক অণু মালিক৷ একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অনু মালিকের বিরুদ্ধে৷ যার নির্যাস, ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসন থেকে অণু মালিককে সরে যাওয়ার নির্দেশ দিল সোনি টেলিভিশন৷
অনু মালিকের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ অবস্থা এতটাই গুরুতর যে, টেলিভিশন সংস্থা একটি জরুরি বৈঠক করে৷ ওই বিঠকেই স্থির করা হয়, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত অনু মালিককে বিচারকের পদে থাকতে পারবেন না বলিউডের এই নামী সঙ্গীত পরিচালক৷ সংস্থার বক্তব্য, বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তাদের অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, অণু মালিক থাকাকালীন যতগুলি এপিসোড শ্যুট করা হয়েছে, সেগুলি সম্প্রচারিত হওয়ার পরে আর কোনও এপিসোডে অনু মালিককে রাখা হবে না৷ গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অনু মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অনু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'
advertisement
আরেক প্রতিশ্রুতিমান গায়িকার অভিযোগ, ইন্ডিয়ান আইডল ১০-এ তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু বছর সাতেক আগে অনু তাঁকে যৌন হেনস্থা করে৷ তাই তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনু ৷ তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷
আরও ভিডিও: আদিবাসী মহিলাকে গণধর্ষণ
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2018 10:21 AM IST