#MeToo: 'শরীরের খাঁজে হাত বোলাচ্ছিল!', Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু?

Last Updated:

গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অণু মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অণু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'

#মুম্বই: এ বার #MeToo-তে বিদ্ধ বলিউডের সঙ্গীত পরিচালক অণু মালিক৷ একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অনু মালিকের বিরুদ্ধে৷ যার নির্যাস, ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসন থেকে অণু মালিককে সরে যাওয়ার নির্দেশ দিল সোনি টেলিভিশন৷
অনু মালিকের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ অবস্থা এতটাই গুরুতর যে, টেলিভিশন সংস্থা একটি জরুরি বৈঠক করে৷ ওই বিঠকেই স্থির করা হয়, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত অনু  মালিককে বিচারকের পদে থাকতে পারবেন না বলিউডের এই নামী সঙ্গীত পরিচালক৷ সংস্থার বক্তব্য, বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তাদের অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷
advertisement
ছবিটি সংগৃহীত ছবিটি সংগৃহীত
advertisement
সূত্রের খবর, অণু মালিক থাকাকালীন যতগুলি এপিসোড শ্যুট করা হয়েছে, সেগুলি সম্প্রচারিত হওয়ার পরে আর কোনও এপিসোডে অনু  মালিককে রাখা হবে না৷ গত সপ্তাহেই সঙ্গীত শিল্পী শ্বেতা পণ্ডিত অনু  মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন, 'অনু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্থা করে অণু৷ অণু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷'
advertisement
আরেক প্রতিশ্রুতিমান গায়িকার অভিযোগ, ইন্ডিয়ান আইডল ১০-এ তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্র‌ির প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্ত‌ু বছর সাতেক আগে অনু তাঁকে যৌন হেনস্থা করে৷ তাই তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনু ৷ তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷
আরও ভিডিও: আদিবাসী মহিলাকে গণধর্ষণ
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: 'শরীরের খাঁজে হাত বোলাচ্ছিল!', Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement