আর হয়তো কোনওদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাব না: ওয়ার্নার
Last Updated:
#সিডনি: শনিবার সিডনিতে সাংবাদিক সম্মেলনে স্মিথের মতোই কান্নায় ভেঙে পড়লেন ডেভিড ওয়ার্নার ৷ এক বছরের নির্বাসনে থাকা বিধ্বস্ত ওয়ার্নার জানালেন, আর হয়তো কোনও দিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন না। এ দিনের সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা গিয়েছে তাঁকে ৷ তবে লিখিত বক্তব্যের বাইরে প্রায় কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি। দীর্ঘ দু’ঘণ্টার বৈঠকে বারবার ক্ষমা চেয়েছেন দর্শক থেকে পরিবার, ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা— সকলের কাছে।
David Warner press conference has finished. He did not directly answer questions around whether anyone other than he, Steve Smith and Cameron Bancroft were involved. MORE HERE: https://t.co/aEk2D3V22q pic.twitter.com/4Wc4qSbqMT
— cricket.com.au (@CricketAus) March 31, 2018
advertisement
তবে এই বল বিকৃতি কাণ্ডে আর কারা জড়িত ছিলেন, বা দলের আর কোন সদস্য এই বিষয়ে জানতেন, সে সব প্রশ্নের কোনও উত্তর দেননি ওয়ার্নার। গোটা ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বলির পাঁঠা বানাচ্ছে কি না সে প্রশ্নেরও কোনও উত্তর দেননি তিনি। বল বিকৃতি কাণ্ডে জড়িত তিন প্রধান চরিত্রের মধ্যে তাঁকেই সবচেয়ে বেশি শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বছর নির্বাসনের পাশাপাশি আর কোনও দিন দেশকে নেতৃত্ব দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে তাঁকে।
Location :
First Published :
March 31, 2018 3:29 PM IST