রাজস্থানের স্টেডিয়াম ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

Last Updated:

ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানে স্টেডিয়াম ভেঙে বিপত্তি ৷ রাজস্থানের পদ্মাপুরে অবস্থিত একটি স্টেডিয়াম ভেঙে পড়ে রবিবার সন্ধ্যেবেলা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷

#জয়পুর: ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানে স্টেডিয়াম ভেঙে বিপত্তি ৷ রাজস্থানের শ্রীগঙ্গানগরে পদ্মাপুর স্টেডিয়াম ভেঙে পড়ে ৷ রবিবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ এখনও পর্যন্ত গরুতর আহত হয়েছেন ১৭ জন ৷ এছাড়াও আহতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর ৷
advertisement
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷
advertisement
স্টেডিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনও অবধি বেশ কয়েকজন আটকে রয়েছে স্টেডিয়ামের ভিতরে ৷ সেই সময় স্টেডিয়ামে ট্রাক্টর রেস চলছিল ৷ ভর্তি স্টেডিয়ামে তখন উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আচমকাই ঘটে দুর্ঘটনাটি ৷ ভেঙে পড়ে স্টেডিয়ামের বেশ কিছুটা অংশ ৷ প্রায় শ’খানেক দর্শক ছিলেন স্টেডিয়ামে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷
advertisement
এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানের স্টেডিয়াম ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement