মোদি বিরোধী ঐক্যে শান দিতে যন্তর মন্তরে ধর্না, এবার দিল্লি থেকে আরও সুর চড়াবেন মমতা

Last Updated:

নিজেদের শক্তি দেখাবেন বিরোধীরা। অরবিন্দ কেজরিওয়ালের ডাকে, আজ দুপুরে, যন্তর মন্তরে ধর্না। এই মঞ্চ ফের বিজেপি বিরোধী ঐক্যে শান।

#নয়াদিল্লি: নিজেদের শক্তি দেখাবেন বিরোধীরা। অরবিন্দ কেজরিওয়ালের ডাকে, আজ দুপুরে, যন্তর মন্তরে ধর্না। এই মঞ্চ ফের বিজেপি বিরোধী ঐক্যে শান। এবার নরেন্দ্র মোদির চৌকাঠে থেকেই মোদি সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এবার লড়াই দিল্লিতে। নরেন্দ্র মোদির চৌকাঠের সামনে গিয়ে মোদি সরকারকে উৎখাতের ডাক দিতে বিরোধীদের মঞ্চ তৈরি।
advertisement
নিশানায় মোদি সরকার। স্লোগান গণতন্ত্র বাঁচাও। মোদি বিরোধী ঐক্যে শান দিতে এবার ধর্না যন্তর মন্তরে। ১৯শে জানুয়ারি, মমতার ব্রিগেডে বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলের নেতারাই হাজির ছিলেন। বুধবার, দিল্লির ধর্না মঞ্চেও তাঁদের সকলেরই থাকার কথা।
advertisement
যন্তর মন্তরের সামনে থেকে লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যকে মজবুত করতে এবার রাজধানীতে সেভ ডেমোক্র্যাসির ধর্না। ইউনিইটেড ইন্ডিয়ার এই মঞ্চে থাকবেন মমতা-চন্দ্রবাবু-কেজরিওয়ালের মতো বিজেপি বিরোধী নেতারা।
দিল্লিতে গিয়ে সুর তো চড়াবেনই। তার আগে, মঙ্গলবারই নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
দিল্লির বুকে মোদি বিরোধী জোটের ঐক্যতে বিজেপি ও মোদি সরকারের কপালে বড়সড় চিন্তার ভাজ পড়বে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল
বুধবার ধর্নার পর বৃহস্পতিবার, সংসদের সেন্ট্রাল হলেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকও করতে পারেন। মোদি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে কীভাবে এগোবে, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি বিরোধী ঐক্যে শান দিতে যন্তর মন্তরে ধর্না, এবার দিল্লি থেকে আরও সুর চড়াবেন মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement