Malda News: জাঁকিয়ে শীত, সোয়েটার-শাল ঝুলছে দোকানে দোকানে, কেনার কোনও আগ্রহ নেই স্থানীয়দের
- Written by:Bangla Digital Desk
- hyperlocal
Last Updated:
জাঁকিয়ে বসেছে শীত। সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা। তাপমাত্রা পারদ অনেকটায় নেমে গিয়েছে। সঙ্গে বাতাস বয়ে যাচ্ছে। এমন ঠান্ডায় যবুথবু সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অনেকেই ঘরবন্দি, খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে যাচ্ছেনা
#মালদহ: জাঁকিয়ে বসেছে শীত। সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা। তাপমাত্রা পারদ অনেকটায় নেমে গিয়েছে। সঙ্গে বাতাস বয়ে যাচ্ছে। এমন ঠান্ডায় যবুথবু সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অনেকেই ঘরবন্দি, খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে যাচ্ছেন না। শীতের মরশুমে ঠান্ডা বেড়েছে, মানুষ রাস্তায় বেরচ্ছেন না, সমস্যায় পড়ছেন শীতের পোশাক বিক্রেতা। শীত পড়তেই পোশাক বিক্রি হচ্ছিল, তবে জাঁকিয়ে শীত পড়তে শুরু করায় পোশাক বিক্রি কমে গিয়েছে। দোকানে ভিড় হচ্ছেনা। চি ন্তায় পড়েছেন বিক্রেতারা।
আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
মালদহ শহরে প্রতিবছর শীতের পোশাক নিয়ে ভুটিয়ারা আসেন। শহরের শুভঙ্কর শিশু উদ্যানের পাশে শীতের পসরা নিয়ে বসেন তাঁরা। জেলা ও জেলার বাইরের বহু সাধারণ মানুষ এখানে আসেন পোশাক কিনতে। ডিসেম্বর মাসের দিকে মানুষ ভিড় করে পোশাক কেনেন। এখন বিক্রি কমেছে।আবার মালদহ শহরের বৃন্দাবনি মাঠের পাশে স্থানীয় কাপড় ব্যাবসায়ীরা একটি শীতবস্ত্রের বাজার খোলেন। এবার এই বাজার বসেছে। এখানেও একি অবস্থা, প্রথমদিকে ভিড় হলেও এখন ভিড় কমেছে।জাঁকিয়ে শীত পড়ায় ব্যাসায়ীরা আশায় ছিলেন।
advertisement
আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
কিন্তু উল্টে ভিড় হচ্ছে না। কেন বাজারে ভিড় নেই ব্যবসায়ীরা বুঝতে পারছেন না।তবে মনে করছেন ব্যবসায়ীরা প্রচন্ড ঠান্ডায় মানুষ বাইরে বেরচ্ছেন না। তার জেরে ভিড় কমেছে ।ভরা মরশুমে বিক্রি না হলে লোকসানের মুখে পড়বেন ব্যবসায়ীরা। তাই চিন্তিত ব্যবসায়ীদের অনেকেই। বিক্রেতা লাল্টু দাস বলেন, আশা করেছিলাম ভাল ব্যবসা হবে। তবে শীত বাড়লেও সেই ভাবে বিক্রি হচ্ছে না। বাজারে ভিড় নেই। জানি না কেন বাজারে ভিড় হচ্ছে না।
advertisement
advertisement
হরষিত সিংহ ( Harashit Singha)
view commentsLocation :
First Published :
January 06, 2023 7:43 AM IST