Malda News: বৃষ্টি না হলেও 'পুকুর' হয়ে থাকছে রাস্তা! বাজার থেকে মুখ ফেরাচ্ছে ক্রেতা, মাথায় হাত দোকানদারের

Last Updated:

বৃষ্টি না হলেও জল জমে আছে রাস্তার উপর! মালদহের কালিয়াচাকে এই জলমগ্ন রাস্তার কারণে ক্ষতি হচ্ছে ব্যবসার

+
title=

মালদহ: বৃষ্টির জল জমে থাকছে দীর্ঘদিন। এমনকি বৃষ্টি না হলেও নিয়মিত জল জমে থাকছে রাস্তায়। সেই জলের উপর দিয়েই যাতায়াত করছে কয়েক হাজার মানুষ। রাস্তায় নিয়মিত জল জমে থাকায় দুই ধারের দোকানে বিক্রিবাটাও তলানিতে ঠেকেছে। আসছেন না ক্রেতা। এদিকে জমা জল থেকে ডেঙ্গি সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও দেখা দিয়েছে। কালিয়াচকের প্রাণকেন্দ্র তথা মার্কেট এলাকার এই ঘটনায় প্রবল বিপাকে পড়েছে এলাকার বহু মানুষ।
জমা জল নিকাশের জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী থেকে ব্যবসায়ী সকলে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ী মহম্মদ রবিন আলি বলেন, এই জল জমা দীর্ঘদিনের সমস্যা। বিষয়টা নিয়ে প্রশাসনকে জানালেও কোন‌ও উদ্যোগ গ্রহণ করা হয়নি। অথচ এই রাস্তাই প্রধান ভরসায় এলাকার ৩০-৪০ হাজার মানুষের।
advertisement
advertisement
এখানে প্রচুর দোকানপাটের পাশাপাশি আছে পাঁচতলা জামে মসজিদ। এই জল জমা রাস্তা উপর দিয়েই মসজিদে নমাজ পড়তে যায় সবাই। রাস্তার উপর সব সময় ড্রেনের জল থই থই করায় অনেকেই কালিয়াচকের বাজার এলাকায় আসতে চান না। এই অবস্থায় চরম সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই জল থেকে ডেঙ্গি সহ একাধিক রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই নিয়ে আবারও প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা হাপিরুদ্দিন শেখ বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। রাস্তার পাশেই মসজিদ রয়েছে। নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বৃষ্টি না হলেও 'পুকুর' হয়ে থাকছে রাস্তা! বাজার থেকে মুখ ফেরাচ্ছে ক্রেতা, মাথায় হাত দোকানদারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement