Murshidabad News: মুর্শিদাবাদে গরু সহ ধৃত ২ বাংলাদেশি
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গরু সহ মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশের দুই নাগরিক। পরের পর অনুপ্রবেশের ঘটনায় চিন্তায় প্রশাসন
মুর্শিদাবাদ: সামশেরগঞ্জের নিমতিতায় তিনটি গরু সহ বিএসএফের হাতে গ্রেফতার দুই বাংলাদেশি। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি গরু সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ-এর ১১৫ নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা। শুক্রবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা বিএসএফ ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
আরও পড়ুন: দশক পেরিয়ে গেল এখানকার কৃষকরা সেচনালা দিয়ে জল পান না
ধৃতদের নাম সরজুল সেখ (২৪) ও আনারুল সেখ (২৪ )। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে। এই গরু পাচারকারীদের গ্রেফতার করার পর বিএসএফ তাদের সামশেরগঞ্জ থানার হাতে তুলে দেয়। এর আগে গত ২৭ জুলাই মুর্শিদাবাদ থেকে তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অপরাধে তাদের গ্রেফতার করেছিল রানিনগর থানার পুলিশ। সেই ঘটনার কিছুদিন পর আবারও দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার হল।
advertisement
advertisement
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। রাতের অন্ধকারে এখানকার সীমান্ত এলাকাগুলি দুষ্কৃতী ও পাচারকারীদের স্বর্গ রাজ্য হয়ে ওঠে। তবে প্রশাসন কড়াকড়ি শুরু করার পরও বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত থাকায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2023 6:17 PM IST










