Malda News: নদীতে জল বাড়তেই ভেঙে পড়ল বাঁশের সাঁকো, স্কুলে যেতে পারছে না ছেলেমেয়েরা
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
নদীতে জলস্তর বৃদ্ধির কারণে বাঁশে সাঁকো ভেঙে পড়ায় গোটা জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি গ্রাম, পড়াশোনা শিকেয় উঠেছে ছেলেমেয়েদের
মালদহ: যোগাযোগের একমাত্র ভরসা ছিল বাঁশের সাঁকো। ২-৩ টি গ্রামের বাসিন্দাদের ভরসা নদীর উপর তৈরি বাঁশের এই সাঁকোটি। কিন্তু টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বাঁশের মাচার একাংশ ভেঙে গিয়েছে৷ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পুরাতন মালদহের শিবগঞ্জ ও বিধানগড় গ্রামের৷ এই ঘটনায় ব্যাপক বিপাকে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা।
জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই বাঁশের সাঁকোটি। সেটাই ভেঙে পড়ায় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। কবে ঠিক হবে সেটাও জানা নেই। যদিও পঞ্চায়েত দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে৷ স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার বলেন, চরম সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমরা। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছি না। নৌকায় করে যাতায়াত করছি সবাই।
advertisement
advertisement
পুরাতন মালদহের মুচিয়া পঞ্চায়েতের একপাশ দিয়ে বইছে টাঙন নদী। নদীর একদিকে গোটা পুরাতন মালদহ, অন্যদিকে শিবগঞ্জ ও বিধানগড় গ্রাম৷ দুটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের পক্ষে প্রধান ভরসা ছিল নদীর উপর তৈরি বাঁশের সাঁকোটি৷ জলস্তর বৃদ্ধির কারণে সেটাই এবার ভেঙে পড়েছে। এই প্রসঙ্গে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস বলেন, ওই এলাকার যাতায়াতের সমস্যা দীর্ঘদিনের। এখন নদীর জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। নদীর উপর পাকা সেতু তৈরির চেষ্টা চলছে বলে তিনি জানান।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2023 6:35 PM IST








