Malda News: জমিদারের থেকে পাওয়া কালীপুজো ২০০ বছর ধরে করে চলেছে ৯ টি গ্রামের বাসিন্দারা

Last Updated:

বর্ধমানের জমিদারের থেকে পাওয়া কালীপুজো দুশো বছর ধরে করে চলেছেন পাকুয়াহাটের ন'টি গ্রামের বাসিন্দারা

+
শ্যামা

শ্যামা কালী মূর্তি

মালদহ: সে প্রায় দুশো বছর আগের কথা। সেই সময় বর্ধমানের জমিদার মালদহের পাকুয়াহাটে ব্যাণিজ্য করতে এসেছিলেন। তারপর এখানেই জমিদারি শুরু করেন। বিশাল হাট বসান। সেই হাট এখনও আছে। সেই সময় জমিদার নন্দী চৌধুরী দেবীর স্বপ্নাদেশ পেয়ে পাকুয়াহাটে কালীপুজো শুরু করেন। সেই শুরু। প্রায় দুশো বছর ধরে হয়ে আসছে পাকুয়াহাটের কালীপুজো।
জমিদার নন্দী চৌধুরী জমিদারি ছেড়ে বর্ধমান ফিরে যাওয়ার সময় পাকুয়াহাটের নয়টি গ্রামের বাসিন্দাদের হাতে এই পুজোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে গ্রামবাসীরাই জমিদারের কাছ থেকে পাওয়া কালীপুজো করে আসছেন। পুরানো নিয়ম মেনে আজও আদি শ্যামা মায়ের পুজো হয়ে এখানে। মালদহের এই প্রাচীন কালীপুজো কমিটির সদস্য দীপ রায় বলেন, এই পুজো ঠিক কত পুরনো তা সঠিক জানা যায় না। তবে আনুমানিক ২০০ বছরের পুরনো হবেই এই পুজো। আমার ঠাকুরদা-বাবারাও এই পুজো দেখেছেন।
advertisement
advertisement
এছাড়াও এই পুজোকে ঘিরে নানান লোককথা প্রচলিত আছে। স্থানীয়দের মধ্যে লোকশ্রুতি আছে, শ্যামা মায়ের কাছে যে যা মনস্কামনা করে, মা তাঁদের সেই ইচ্ছে পূরণ করেন। পুরনো রীতি মেনে কালী পুজোর পরের দিনই মায়ের বিসর্জন করে দেওয়া হয়। যদিও আগে পুজোর রাতেই বিসর্জন করা হত সূর্য ওঠার আগেই। কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করতে আসেন, তাই এখন পরের দিন বিসর্জন করা হয়। পুরোহিত সঞ্জীব চক্রবর্তী বলেন, আমার বাবা এই পুজো করতেন। তারপর দাদা, এখন আমি এই পুজোর দায়িত্বে আছি। বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। শুধু মালদহ নয়, আশেপাশের জেলাগুলি থেকেও ভক্তরা এখানে আসেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জমিদারের থেকে পাওয়া কালীপুজো ২০০ বছর ধরে করে চলেছে ৯ টি গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement