Train Cancel|| রবিবার বাতিল বহু ট্রেন, কিছু ট্রেনের সময় পরিবর্তন, জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Train cancel 13 hours: রেল লাইনের কাজের জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
মালদহ: রেল লাইনের কাজের জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। রবিবার ব্যান্ডেল-কাটোয়া বিভাগের সোমরাবাজার এবং বেহুলা স্টেশনের মধ্যে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই এ দিন অর্থাৎ ২৯.০১.২০২৩ (রবিবার) ১৩ ঘন্টার জন্য ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা নিয়েছে রেল। তার ফলে ওই রুটে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেলের পক্ষ থেকে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:
বাতিল
১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া-মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল।
advertisement
২৯.০১.২০৩২ (রবিবার) তারিখে মেল/এক্সপ্রেস ট্রেনের পুনঃনির্ধারণ:
১৩১৪১ ইউপি তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ১৯.০০ টায় ছাড়বে। ১৪.৪৫ মিনিটের পরিবর্তে।
০৩০০৩ ইউপি হাওড়া-আজিমগঞ্জ স্পেশ্যাল, হাওড়া থেকে ১৮.৪০ মিনিটে ছাড়বে ১৬.০৫ মিনিটের পরিবর্তে।
advertisement
মেল এক্সপ্রেস ট্রেনের ডাইভারশন:
১৫৬৪৩ আপ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (২৯.০১.২০২৩ তারিখে ০৭.০৫ টায় হাওড়া পৌঁছনো) ব্যান্ডেল -বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ হয়ে ব্যান্ডেল, বর্ধমান এবং রামপুরহাটে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে।
advertisement
০২৫১৮ ডিএন গুয়াহাটি-কলকাতা গরীব রথ স্পেশাল (আজিমগঞ্জে ২৯.০১.২০২৩ তারিখে ১০.২৩ ঘণ্টায় আসবে) আজিমগঞ্জ-নলহাটি-রামপুরহাট-বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান ও রামপুরাট স্টপেজ-সহ ব্যান্ডেল হয়ে ডাইভার্ট করা হবে।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 6:56 PM IST