Malda News: প্যাকেটের ভিতর কোটি কোটি টাকার নিষিদ্ধ জিনিস! মালদহ টাউন স্টেশনে পুলিশের চক্ষু চড়কগাছ!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda News: মালদহ ডিভিশনের ডিআরএম অফিস সংলগ্ন এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের প্যাকেট ভর্তি ব্রাউন সুগার সহ গ্রেফতার কালিয়াচকের তিনজন ব্যক্তি। ধৃতদের শনিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জিএম মোমিন, মালদহ : প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার-সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।
বিশেষ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে মালদহ ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে ডিআরএম অফিসের কাছে তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানে ধৃতদের কাছ থেকে ২৫টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলি থেকে উদ্ধার হয় ২ কেজি ৫৪৮ গ্রাম ব্রাউন সুগার। এরপরই পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন : গাদা গাদা টাকায় হেয়ার কালার-কলপ-ডাই কেনা এ বার ছাড়ুন! রান্নাঘরের ‘এটা’ দিয়ে মাথা ধুয়ে নিলেই সব সাদা চুল কুচকুচে কালো!
জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ মিনাজুল শেখ ওরফে পাপ্পু (২৬), জসিমুদ্দিন মোমিন (৩০) ও করিম মোমিন (২৮)। ধৃতদের বাড়ি কালিয়াচকের শেরশাহী এলাকায়। প্রাথমিক জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুল কালিয়াচকের এক ব্যক্তির থেকে নিয়ে বিহারে পাচারের উদ্দেশে যাচ্ছিল। ধৃতদের শনিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতের পেশ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 6:57 PM IST