Malda News: সেনা জওয়ানের বাড়িতে চুরি, আগুন ধরিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
সেনা জওয়ানের বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির পর বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটায় বলে দাবি করা হয়েছে। রবিবার ভোর নাগাদ প্রতিবেশিরা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
#মালদহ: সেনা জওয়ানের বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির পর বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটায়। রবিবার ভোর নাগাদ প্রতিবেশীরা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে। প্রথমে বাড়িতে আগুন লেগে যাওয়ার সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেয় দমকলে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ভোর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ইংরেজবাজার থানার কোতুয়ালি পঞ্চায়েতের তেঁতুলতলা গ্রামে।
আগুন নেভানোর সময় বাসিন্দারা লক্ষ্য করেন দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে নীচে। এমনকি বাড়ির ভিতরে আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে ছুটে আসেন সেনা জওয়ানের স্ত্রী। শনিবার রাতে তিনি গ্রামের পাশেই বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে যায়। রাতে সেখানেই ছিলেন। বাড়ি এসে দেখেন ঘরের আলমারি ভেঙে সোনার অলঙ্কার সহ নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন South24Parganas News : স্কুল কোথায়? রান্নাঘরের বারান্দাতে চলছে পড়াশুনার পাঠ!
বাড়ির মালিক সেনা জওয়ানের নাম বিশ্বজিৎ ঘোষ। তিনি কর্মসূত্রে বাইরে রয়েছেন। তার স্ত্রী এবং দুই সন্তান থাকেন ওই বাড়িতে। শনিবার রাতে তাঁর স্ত্রী ওই এলাকাতেই বাপের বাড়ি গিয়েছিলেন সন্তানদের নিয়ে। এই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায়, এমনই মনে করা হচ্ছে। পরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা এলাকায়। ভোরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন দমকলে।
advertisement
advertisement
আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেনা জাওয়ানের স্যালক জানিয়েছেন, প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং সোনার অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরির পর আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যায় আগুনে। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতির দাবি করেন তিনি।কেউ শত্রুতার বসে এই ঘটনা ঘটিয়েছে কিনা তদন্তে তাও দেখা হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
December 04, 2022 3:58 PM IST