হোম /খবর /মালদহ /
দাদাদের ফেয়ারওয়েলে ভাইদের ভাগে মিষ্টি নেই! তারপর যা হল...

Student Protest at Malda|| দাদাদের ফেয়ারওয়েলে মিষ্টি পেল না ভাইয়েরা, প্রতিবাদে পথ অবরোধ

Student Protest at Malda: স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ফেয়ারওয়েলে নিচু শ্রেণির পড়ুয়ারা মিষ্টির প্যাকেট না পেয়ে ক্ষুব্ধ, প্রতিবাদে পথ অবরোধ করল

  • Share this:

মালদহ: দাদারা এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার আগে বৃহস্পতিবার স্কুলে আয়োজিত হয় বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান। আর সেখানেই কিনা ভাইদের ভাগ্যে জুটল না মিষ্টির প্যাকেট! প্রতিবাদে অভিমানী ভাইয়েরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল। রতুয়ার সম্বলপুরে এমনই ঘটনা দেখা গেল।

মালদহের রতুয়ার সম্বলপুর হাই স্কুলে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। প্রতিবছরই স্কুলটিতে এই ফেয়ারওয়েল আয়োজিত হয়। সেই অনুষ্ঠানের শেষের দিকে কেন তাদের মিষ্টি থেকে বঞ্চিত করা হল এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে নিচু শ্রেণির ছাত্ররা। এমনকি তারা শিক্ষকদের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। শেষে মিষ্টির প্যাকেটের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনায় লজ্জায় মাথায় হেঁট হয়ে গিয়েছে স্কুলের শিক্ষক থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সদস্যদের। পড়ুয়াদের এই আচরণকে সমাজের পক্ষেও খারাপ, স্কুলের পক্ষেও খারাপ বলে মন্তব্য করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ নজরুল ইসলাম।

আরও পড়ুন: সুন্দরবনে নৌকাডুবি, নিখোঁজ ২

সম্বলপুর হাইস্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠান চলে। এদিকে বৃহস্পতিবারের ফেয়ার‌ওয়েল অনুষ্ঠানে কেবলমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মিষ্টির প্যাকেটের ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ। বাকি ছাত্রদের জন্য খাবার-দাবারের কোন‌ও ব্যবস্থা ছিল না। আর তা নিয়েই মূলত গণ্ডগোলের সূত্রপাত। নিচু শ্রেণির ছাত্রদের দাবি, এই ফেয়ারওয়েলের জন্য ৬০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছিল।

কিন্তু কেন সব ছাত্রর জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়নি তা নিয়েই শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বিবাদ বাধে। পরবর্তীতে তা সংঘর্ষের রূপ নেয়। পথ অবরোধ করে পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মালদহের ডিআই ( মাধ্যমিক) সুজিত সামন্ত বলেন, ঘটনার খবর পেয়েছি। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসানুল হক বলেন, প্রতিবছর ফেয়ারওয়েল দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এই বছরও ব্যবস্থা করা হয়েছিল। মিষ্টির প্যাকেট নিয়ে সমস্যা দেখা দেয়।

হরষিত সিংহ

Published by:Shubhagata Dey
First published:

Tags: Malda News, Student protest