Malda News: ভয়াবহ আগুনে পুড়ে ছাই দোকান, একটুর জন্য বেঁচে গেল বহু মানুষ

Last Updated:

এক মাসের মধ্যে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ইংরেজবাজারে। পুড়ে ছাই হয়ে গেল দোকান। দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় বিপদ থেকে রেহাই পেল এলাকাবাসী

মালদহ: হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল দোকান। আতঙ্ক ছড়াল ইংরেজবাজার শহরে। রথবাড়ি রবিন্দ্র অ্যাভিনিউয়ের পাশে একটি দু’তলা ভবনে এদিন হঠাৎ আগুন ও ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয়রা। শুক্রবার দুপুর নাগাদ ওই ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। জনবহুল এলাকা হাওয়ায় আতঙ্ক তীব্র হয়। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকার মানুষের থেকে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, প্রায় একমাস আগে এখানকার‌ই রথবাড়ি নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি এখনও টাটকা এলাকাবাসীর মনে। ফলে আবার বাণিজ্যিক ভবনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। বারবার রথবাড়ির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভবনগুলিতে আগুন লাগায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলকর্মীর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক। আগামীতে এই বিষয়ে পদক্ষেপ নে‌ওয়া হবে। রবীন্দ্র অ্যাভিনিউয়ের ওই ভবনের এক তলায় ইলেকট্রিক সামগ্রীর দোকান ছিল। সেটি এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভবনটির উপরে আগুন লাগে। দোকানটির পাশে একাধিক বড় হোটেল আছে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণের না এলে বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভয়াবহ আগুনে পুড়ে ছাই দোকান, একটুর জন্য বেঁচে গেল বহু মানুষ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement