Malda News: মালদহের স্কুলে চালু অত্যাধুনিক AI ল্যাব, পড়ুয়াদের দারুণ উপকার
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই ল্যাবের মাধ্যমে থিওরির বিভিন্ন পড়াশোনা হাতে-কলমে শেখার সুযোগ মিলবে।
মালদহ: কোথাও আগুন লাগবে মানুষকে নেভাতে হবে না আবার নোংরা ফেলার সময় নিজে থেকেই খুলে যাবে ডাস্টবিনের মুখ। বাড়ির বাইরে কেউ অপেক্ষা করলে নিজে থেকেই কলিং বেল বেজে উঠবে, বাইরে বৃষ্টি শুরু হলে অটোমেটিক এলার্ম বেজে উঠবে ঘরের মধ্যে। এমনি সব আধুনিক প্রযুক্তির যন্ত্র এবার তৈরি করবে স্কুলের খুদে পড়ুয়ারা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র তৈরির প্রশিক্ষণ এবার থেকে দেওয়া হবে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে। এই স্কুলেই প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে স্টেম ল্যাব। ২৪ টি কম্পিউটার সহ বিভিন্ন টুলস যন্ত্র মেশিন বসানো হয়েছে স্কুলের ল্যাবে।
আরও পড়ুন West Midnapore News: ভরা নদীর পাড়ে কী উঁকি দিচ্ছে? ছবিতেই দেখে নিন
সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আধুনিক ল্যাবের উদ্বোধন করা হয় স্কুলে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশন স্কুলে এধরনের স্টেম ল্যাব চালু করা হয়েছে। স্কুলের সহশিক্ষক অভিজিৎ পাল বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করবে ছাত্ররা। এই বিষয়ে আমাদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন টুলস,কম্পিউটার, যন্ত্র আমাদের দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দেখুন পুজোয় পরুন বাজেট ফ্রেন্ডলি নতুন জামা
মালদহ জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে প্রথম কোন স্কুলে এই ধরনের আধুনিক ল্যাব চালু হল। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেন্সর এই সমস্ত কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ নেবে। ইতিমধ্যে স্কুলের বিজ্ঞান বিভাগের চারজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্টেম ল্যাবের বিভিন্ন বিষয়ে। এই চারজন শিক্ষকই স্কুলের ছাত্রদের বিভিন্ন যন্ত্রপাতি তৈরির প্রশিক্ষণ দেবে। এর ফলে কিশোর মন থেকেই ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি হবে। আগামীতে তাদের এই বিদ্যা অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
শুধু তাই নয় এই ল্যাবের মাধ্যমে থিওরির বিভিন্ন পড়াশোনা হাতে-কলমে শেখার সুযোগ মিলবে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক স্বামীর তপহানন্দ মহারাজ বলেন, “সম্ভবত উত্তরবঙ্গের প্রথম কোনও স্কুলে এই ধরনের ল্যাব চালু হল। ৩৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে ল্যাব তৈরি করতে। স্কুলের চারজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারাই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের প্রশিক্ষণ দেবে”।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 12, 2023 3:58 PM IST









