Malda News: চুরি ডাকাতি রুখতে সফটওয়্যারের ব্যবহার পুলিশের! কোথাও অঘটন ঘটলেই থানায় বাজবে সাইরেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
সোনার দোকানে চুরি ডাকাতি রুখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার পুলিশের। কোথাও কোনও অঘটন ঘটলে পুলিশ থানায় বাজবে সাইরেন এই যন্ত্রের মাধ্যমে।
মালদহ: সোনার দোকানে ডাকাতি হলেই থানায় বাজবে সাইরেন। অপরাধ দমনে এবার শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ মালদহ জেলা পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিশেষ ডিভাইস বসানো হচ্ছে সোনার দোকানে। মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে এই ডিভাইস বসানোর আবেদন জানানো হচ্ছে মালদহের স্বর্ণ ব্যবসায়ীদের। ইতিমধ্যে মালদহ শহরের প্রায় ২০ টি সোনার দোকানে এই অ্যালার্ম ডিভাইস বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র সোনার দোকানগুলিতে এই অ্যালার্ম ডিভাইস বসানো হবে।
আগামীতে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এমনকি মেডিকেল কলেজেও এই ডিভাইস বসানোর পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের। স্বর্ণ ব্যবসায়ী সত্যজিৎ কর্মকার বলেন, পুলিশের পক্ষ থেকে এই আধুনিক ডিভাইস বসানো হচ্ছে। আমাদেরকে ডেমো দেখানো হয়েছে। নতুন এই যন্ত্রে আশা করছি অনেকটাই সুবিধা হবে আমাদের। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস। যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকেই নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
advertisement
জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আমরা কিছু সফটওয়্যার ডেভলপ করেছি। এর মাধ্যমে অতি দ্রুত অপরাধ দমন সম্ভব হবে আশা করছি। মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোনরকম অপরাধ সংগঠিত হলেই দোকানে সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা থানায় জানাতে পারবেন। এমনকি অ্যালামের সঙ্গে ফোন কল ঢুকবে। কোন এলাকায় কোন দোকান থেকে এই অ্যালার্ম আসছে সেই বিষয়টিও জানতে পারবে কর্তব্যরত পুলিশ কর্তারা।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 2:11 PM IST