Onion Price Hike: হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম, রফতানি বন্ধের সম্ভাবনা! আগাম নির্দেশিকার আবেদন রফতানিকারকদের

Last Updated:

Onion Price Hike: গত অক্টোবর মাসেই সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাংলাদেশে ১ টন পেঁয়াজের রফতানি মূল্য বর্তমানে ৮০০ ডলার।

+
মহদীপুর

মহদীপুর স্থলবন্দরে লরি বোঝায় পেঁয়াজ

মালদহ: উৎপাদন কম হয়েছে। মরশুমের শেষের দিকে খোলা বাজারে পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিন রাজ্যের বাজারগুলিতে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। দেশীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধিতে যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে পেঁয়াজ রফতানি। বিগত বছরগুলিতেও দেখা গিয়েছে দেশীয় বাজারের চাহিদা মেটাতে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত সরকার। হঠাৎ রফতানি বন্ধের নির্দেশ দেওয়ায় লোকসান হয়েছে রফতানিকারকদের। এমনকি বিভিন্ন বন্দরে পেঁয়াজ নষ্ট হয়েছে। তাই রফতানিকারকদের সরকারের কাছে আবেদন, দেশীয় বাজারে চাহিদা পূরণের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করা হলে আগে থেকে নির্দেশিকা জারি করার।
আগাম নির্দেশিকা পেলে রফতানিকারকেরা আগে থেকেই পেঁয়াজ বন্দরে পাঠানো বন্ধ করবেন। মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০ লরি পেঁয়াজ বাংলাদেশের রফতানি করা হয়। মালদহের বহু রফতানিকারক বাংলাদেশের পেঁয়াজ পাঠান। স্লট বুকিং থেকে লরিতে পেঁয়াজ বোঝাই করতে হয় অনেক আগে থেকেই। তাই হঠাৎ করে সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের নির্দেশ আসলে চরম সমস্যায় পড়তে হবে রফতানিকারকদের।
advertisement
advertisement
মালদহের রফতানিকারক উজ্জ্বল সাহা বলেন, ”উৎপাদন কম হয় দেশীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরে আমরা দেখেছি হঠাৎ সরকারিভাবে পেঁয়াজ রফতানি বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে আমাদের রফতানি কারকদের অনেক লোকসান হয়েছে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। দেশের সমস্যা সমাধানে যদি সরকারিভাবে পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, রফতানি বন্ধ হলে আগাম যেন নির্দেশিকা দেওয়া হয়।
advertisement
মহারাষ্ট্রের নাসিক-সহ দেশের বিভিন্ন প্রান্তে মূলত পেঁয়াজ উৎপাদন হয়। গত মরশুমে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়নি। ফলে পুজোর পর থেকেই দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনকি দেশীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত অক্টোবর মাসেই সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাংলাদেশে ১ টন পেঁয়াজের রফতানি মূল্য বর্তমানে ৮০০ ডলার। দাম বৃদ্ধি করা হয়েছে সরকারিভাবে, এবার যে কোনও মুহূর্তে রফতানি বন্ধের নির্দেশ আসার আশঙ্কা করছেন রফতানিকারকেরা। দেশের চাহিদা মেটানোর জন্য রফতানি বন্ধ করা হলে তা যেন আগাম নির্দেশ জারি করা হয়। এই আবেদন রফতানি কারকদের।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Onion Price Hike: হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম, রফতানি বন্ধের সম্ভাবনা! আগাম নির্দেশিকার আবেদন রফতানিকারকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement