Malda News: বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট, উপচে পড়ল দর্শকদের ভিড়

Last Updated:

শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলো অত্যন্ত প্রয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে নানান উদ্যোগ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এবার মালদহের হবিবপুর ব্লকে আয়োজিত হল নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা।

+
title=

মালদহ: খেলার মাঠ থেকে মুখ ফিরিয়েছে বর্তমান প্রজন্ম। শর্ত বটেই এমনকি গ্রামীণ এলাকাতেও বিকেলে মাঠে খুব একটা খেলতে দেখা যায় না ছেলেমেয়েদের। চিকিৎসকরা বলছেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলো অত্যন্ত প্রয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে নানান উদ্যোগ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এবার মালদহের হবিবপুর ব্লকে আয়োজিত হল নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা।
হবিবপুরের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই নৈশ ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হয়। উৎসাহ ধরে রাখতে প্রতিযোগিতার পুরস্কার ছিল যথেষ্ট আকর্ষণীয়।রবিবার সন্ধেয় এই ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। হবিবপুর ও পুরনো মালদহ ব্লকের একাধিক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক দক্ষিণ চাঁদপুর গ্রামে থেকেই দুইটি দল অংশগ্রহণ করে। মোট ১০ টি দল অংশগ্রহণ করে এই ভলিবল প্রতিযোগিতায়।
advertisement
advertisement
দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষরা। নয়শকালীন ভলিবল প্রতিযোগিতা দেখতে প্রচুর দর্শক হয়। সন্ধে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলেপ্রতিযোগিতা। সেমিফাইনালে বেগুনবাড়ি দলকে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ চাঁদপুর-এ টিম। অপরদিকে ব্রতীদল বুলবুলচন্ডীকে হারিয়ে ফাইনালে ওঠে মোহনবাগান। দক্ষিণ চাঁদপুর-এ ও মোহনবাগানের মধ্যে হড্ডাহাডি লড়াই হয় ফাইনালে। শেষে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ চাঁদপুর-এ দল। রানার্স হয় মোহনবাগান।
advertisement
এই প্রতিযোগিতার উদ্যোক্তা লখিন্দর চৌধুরী বলেন, একসময় আমাদের গ্রামীণ এলাকায় নানান ধরনের খেলা অনুষ্ঠিত হত। ক্রিকেট, ভলিবল, সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়েছে। তবে বর্তমান প্রজন্ম ধীরে ধীরে এই ধরনের প্রতিযোগিতা থেকে সরে আসছে। আর তাই বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট, উপচে পড়ল দর্শকদের ভিড়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement