Malda News: রেশম সুতো কাটতে মাল্টি অ্যান্ড রিলিং মেশিন ব্যবহার, উপকৃত হবেন রেশম শিল্পীরা

Last Updated:

Malda News: রেশম চাষ ও শিল্পে আগ্রহ বাড়াতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু মালদহে। এতদিন মালদহ জেলার রেশম শিল্পীরা পুরনো পদ্ধতিতে রেশম সুতো কাটার কাজ করে আসছিলেন।

+
আধুনিক

আধুনিক মেশিনের সাহায্যে সুতো কাটা

মালদহ: রেশম চাষ ও শিল্পে আগ্রহ বাড়াতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু মালদহে। এতদিন মালদহ জেলার রেশম শিল্পীরা পুরনো পদ্ধতিতে রেশম সুতো কাটার কাজ করে আসছিলেন। পুরনো পদ্ধতিতে কাটা সুতোর মান খুব একটা ভাল হচ্ছিল না এর ফলে বাজারের তেমন দাম মিল ছিল না। বহু শিল্পী এই রেশম শিল্প থেকে মুখ ফেরাছিলেন। অবশেষে মালদহ জেলার রেশম দফতরের পক্ষ থেকে শিল্পীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করতে আধুনিক যন্ত্রপাতি বিতরণ শুরু হয়। রেশম গুটি থেকে সুতো তৈরীর জন্য আধুনিক মাল্টি এন্ড রিলিং মেশিন দেওয়া হয়। এই পদ্ধতিতে সুতো তৈরি করে ব্যাপক লাভবান হচ্ছেন শিল্পীরা।মালদহ জেলার প্রায় ৬৬ হাজার পরিবার রেশম চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত৷
গোটা রাজ্যে এই সংখ্যাটি প্রায় এক লক্ষ৷ রাজ্য সরকারের উদ্যোগে ২০২১-২২ অর্থবর্ষে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ১০টি উন্নত মানের মাল্টি এন্ড রিলিং মেশিন সহ বেশ কয়েকটি প্রকল্প রূপায়ন শুরু করে ৷ সেই ১০ টি মাল্টি এন্ড রিলিং মেশিনের ট্রায়াল রান শুরু হয়েছে I ট্রায়াল রান রাজ্য সরকার তথা প্রশাসনের এই উদ্যোগের ফলে রাজ্যের হাজার হাজার রেশম চাষী উপকৃত হবেন I রেশম দফতরের এমন উদ্যোগকে রিলাররা সাধুবাদ জানিয়েছেন I উন্নত মেশিন আসার ফলে আগামী অগ্রহায়ণ মরসুমে রেশম চাষিরা উন্নত পলুপোকা চাষ করে ভাল দাম পাবে বলে আশা করছেনI প্রায় কয়েক দশক ধরে তিলে তিলে গড়া উন্নত পদ্ধতিতে রেশম চাষ করোনা কালে প্রায় ধ্বংসের মুখে পড়ে যায় I অনেকে রেশম চাষ ছেড়ে অন্য পেশা বেছে নেন।ফলে জেলার ঐতিহ্যবাহী রেশম চাষ বিপন্ন হয়। এই সমস্যা মিটিয়ে রেশম চাষকে ফের জনপ্রিয় করে তুলতে রাজ্য রেশম দফতরের কর্তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেI সেই উদ্যোগ আজ বাস্তবায়িত হতে চলেছে I তাতে খুশি রিলার, রেশম চাষী থেকে শুরু করে রিলার অ্যাসোসিয়েশনের কর্তারা। আধুনিক মেশিনের সাহায্যে সুতো কাটাই আগামীতে দেশের বিভিন্ন বাজারে মালদহের রেশম সুতোর দাম মিলবে বলে আশাবাদী রেশম সুতো উৎপাদকেরা।
advertisement
advertisement
আনসারুল সেখ নামের এক রেশম উদ্যোগী জানান, আগামী দিনে মালদা জেলায় চিনের সঙ্গে পাল্লা দিয়ে রেশম চাষ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষি মন্ত্রী শোভন দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ রেশম বিভাগের কর্তাদের ধন্যবাদ যে তাঁরা জেলার রেশম চাষ বাঁচাতে উদ্যোগী হয়েছেন। রেশম চাষের সঙ্গে যুক্ত আরেক রিলার আশরাফুল মোমিনের দাবি, শেরশাহি গ্রামের অনেকেই রেশম চাষের সঙ্গে যুক্ত। তাঁরা রিলারের কাজ করেন। এলাকায় তেমন সুবিধা করতে না পারায় অনেকেই বাইরে কাজ করতে যেতেন। উন্নত মেশিন আসার ফলে শেরশাহি গ্রামেই তাঁরা কাজ পাবেন তাতে তাঁরা বেজায় খুশি I অন্য দিকে মহিবুল সেখ নামের আর এক উদ্যোগী বলেন যুগ্ম অধিকর্তা উত্তরবঙ্গ ও উপ অধিকর্তা মালদা মহাশয়া যেভাবে লেগে থেকে মেশিন চালু করলেন তাতে তাঁরা কৃতজ্ঞ I
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রেশম সুতো কাটতে মাল্টি অ্যান্ড রিলিং মেশিন ব্যবহার, উপকৃত হবেন রেশম শিল্পীরা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement